সোমবার- ১লা জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ -১৭ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
বাঁশখালীতে দিনব্যাপী “ডিজিট্যাল উদ্ভাবনী মেলা”র উদ্বোধন

বাঁশখালীতে দিনব্যাপী “ডিজিট্যাল উদ্ভাবনী মেলা”র উদ্বোধন

এনামুল হক রাশেদী, স্টাফ করেসপন্ডেন্টঃ বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশে উত্তরোত্তর উন্নয়ন সাধিত হবে, বিএনপি-জামায়াত ক্ষমতায় আসলে চলমান উন্নয়নের চাকা স্তব্দ হয়ে যাবে। প্রধানমন্ত্রী পূত্র সজীব ওয়াজেদ জয়ের বুদ্ধিদীপ্ত মেধাকে কাজে লাগিয়ে বাংলাদেশ আজ তথ্য প্রযুক্তিতে অনেক এগিয়ে গেছে। চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলায় দিন ব্যাপী তথ্য প্রযুক্তি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অথিতির বক্তব্যে চট্টগ্রাম-১৬(বাঁশখালী) আসনের সাংসদ আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি এসব কথা বলেন।
৩০ নভেম্বর’২২ ইং বুধবার সকাল ১১ টার সময় বাঁশখালী উপজেলা পরিষদ কমপ্লেক্স প্রাঙ্গনে বাঁশখালী উপজেলা প্রশাসনের আয়োজনে তথ্য ও প্রযুক্তি মন্ত্রনালয়ের সহযোগীতায় “উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ” শীর্ষক দিনব্যাপী ডিজিট্যাল উদ্ভাবনী মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন, বাঁশখালীর সাংসদ আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি। উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাঃ আবু সুফিয়ানের সঞ্চালনায় অনুষ্ঠিত বর্নাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বাঁশখালী উপজেলা নির্বাহি কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী। বিশেষ অথিতি ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা আবু সালেক, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জিয়াউল কাদের, বাঁশখালী পল্লী বিদ্যুতের ডিজিএম রিশু কুমার ঘোষ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নুরুল ইসলাম, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা মোহাঃ আরিফ উদ্দিন, উপজেলা প্রকৌশলী কাজী ফাহাদ বিন মাহামুদ, উপজেলা নির্বাচন কর্মকর্তা হারুন মোল্লা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোহাঃ আরমান চৌধুরী, বাঁশখালী পৌরসভার প্যানেল মেয়র রোজিয়া সুলতানা রোজী।
প্রধান অথিতির বক্তব্যে সাংসদ মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি আরো বলেন, দেশ আজ তথ্য প্রযুক্তিতে অনেকদূর এগিয়ে গেছে। শিক্ষা, কৃষি, মৎস্য চাষ সহ নাগরিক জিবনের সবক্ষেত্রে আজকে ডিজিট্যাল প্রযুক্তির ছোঁয়া লেগেছে। বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে জনগন মুহুর্তেই পুরো পৃথিবীর সাথে  সংযুক্ত হয়ে তাদের দৈনন্দিন জিবনের প্রয়োজন মেটাতে সক্ষম হচ্ছে। জননেত্রী শেখ হাছিনা আগামীতে ক্ষমতায় থাকলে সমগ্র বাংলাদেশ পুরোপুরি ডিজিট্যাল বাংলাদেশে পরিনত হবে।
ডিজিট্যাল উদ্ভাবনী মেলায় উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা বিভাগ, কৃষি বিভাগ, মৎস্য বিভাগ, সমাজসেবা বিভাগ, যুব উন্নয়ন অধিদপ্তর, বাঁশখালী পল্লী বিদ্যুৎ সমিতি, বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরিবার পরিকল্পনা বিভাগ, বিভিন্ন বেসরকারী ব্যাংক, এনজিও, উপজেলা সরকারী বালিকা বিদ্যালয় সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগ ও দফতরের ১৬ টি প্রতিষ্ঠান তাদের বিভিন্ন উদ্ভাবনী প্রকল্প নিয়ে স্টলে জনগনের সাথে সম্পৃক্ত হন। প্রধান অথিতি অন্যান্য অথিতিদের নিয়ে মেলার সকল স্টলগুলো পরিদর্শন করেন এবং প্রকল্প কর্মকর্তাদের সাথে খোলামেলা মত বিনিময় করেন। বিপুল সংখ্যক উৎসুক দর্শক ঘুরে ঘুরে বিভিন্ন স্টলে সাজানো উদ্ভাবনী প্রকল্পগুলো দেখেন এবং আয়োজকদের কাঁছ থেকে বুঝে নিতে দেখা যায়। বাঁশখালী পল্লী বিদ্যুতের ডিজিএম রিশু কুমার ঘোষ, কৃষি কর্মকর্তা আবু সালেক, পরিবার পরিকল্পনা কর্মকর্তা জিয়াউল কাদের এবং স্বাস্থ্য কমপ্লেক্সের ট্যাকনেশিয়ান পরিতোষ বড়ূয়া সারাদিন ব্যস্ত থেকে উৎসুক দর্শকদের তাদের সেবার ধরন ব্যাখ্যা দিয়ে বুঝাতে থাকেন।
ডিজিট্যাল উদ্ভাবনী মেলা’২২ উপলক্ষে আয়োজিত কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরন করা হয়।
২২ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS