শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
রাজশাহী বেলঘরিয়া আব্দুস সাত্তার উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য নির্বাচন অনুষ্ঠিত

রাজশাহী বেলঘরিয়া আব্দুস সাত্তার উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য নির্বাচন অনুষ্ঠিত

 

রাজশাহী জেলার চারঘাট উপজেলার বেলঘরিয়া আব্দুস সাত্তার উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য নির্বাচন ২০২২ অনুষ্ঠিত হয়
। গত ২২ নভেম্বর ২২ইং তারিখে স্কুলের হল রুমে ভোটের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠান হয়। উক্ত নির্বাচনে ৪ জন পুরুষ ও একজন নারি মোট ৫ জন সদস্য জয়লাভ করেন। পরে তা আইনানুসারে ফলাফল কপি চারঘাট উপজেলার ইউএনও অফিসে জমা দেন প্রধান শিক্ষক।

এ বিষয়ে অভিভাবকগন বলেন, আমরা নিজের ভোট নিজে দিতে পারায় খুশি। আশা রাখি এ নিয়ম ধরে রাখতে পারলে স্কুলের উন্নয়ন করা সম্ভব এবং মারা মারি ধরা ধরি ও রক্তখয়ী সংঘর্ষ থেকে বেরিয়ে আসতে পারবে। অন্যথায় পকেট কমিটি করলে প্রতিষ্ঠানে দন্দ ফ্যাসাদ লেগেই থাকবে। তাতে স্কুলের শিক্ষার্থীদের পড়া শুনারও ব্যাঘাত ঘটায়।

এ ব্যপারে স্কুলের শিক্ষকগন বলেন, সুষ্ট আমরা নির্বাচন দিতে পারায় আমরা নিজেদেরকে গর্বিত মনে করছি। আশা করছি এ ধারা অব্যগত থাকবে ইনশাআল্লাহ।

৩৭ বার ভিউ হয়েছে
0Shares