বৃহস্পতিবার- ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৩ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
আগামী জুনে শুভ উদ্বোধন করা হবে  সিরাজগঞ্জ বিসিক শিল্প পার্ক …………. শিল্প মন্ত্রী নূরুল মজিদ

আগামী জুনে শুভ উদ্বোধন করা হবে  সিরাজগঞ্জ বিসিক শিল্প পার্ক …………. শিল্প মন্ত্রী নূরুল মজিদ

সিরাজগঞ্জ প্রতিনিধি :; সিরাজগঞ্জ বিসিক শিল্প পার্ক আগামী জুন মাসেই শুভ উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন,শিল্প মন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপি। শুক্রবার (২৫ নভেম্বর)সকালে  সিরাজগঞ্জ শিল্প পার্ক পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। তিনি আরো বলেন, রাজশাহীসহ সারা বাংলাদেশের স্বনামধন্য বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান সিরাজগঞ্জের বিসিক শিল্প পার্কের জমির প্লট নি‌তে প্রস্তুত রয়েছেন। তিনি সরকারের যুগান্তকারী উন্নয়নের কথা উল্লেখ করে বলেন,৪০০ একর জ‌মি‌তে ৮২৯টি শিল্প প্লট কারখানার মাধ্যমে প্রায় এক লক্ষ লোকের কর্মস্থান সৃষ্টি হবে এই প্রকল্পে। তিনি আগামী জুনের মধ্যে গুণগত মান বজায় রেখে কাজ সম্পন্ন কর‌তে সংশ্লিষ্টদের তাগিদ দেন।
এ সময় শিল্প মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কালাম আহমেদ মজুমদার এমপি, শিল্প মন্ত্রণালয়ের সচিব জাকিয়া সুলতানা, সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না এমপি, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এডভোকেট কে এম হোসেন আলী হাসান, সিরাজগঞ্জ জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ, সিরাজগঞ্জ পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বিসিকের চেয়ারম্যান মুহা মাহবুবুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে শিল্প মন্ত্রী সিরাজগঞ্জ বিসিক শিল্প নগরী পরিদর্শন করেন এবং বিসিক শিল্প পার্ক প্রকল্প এলাকায় বৃক্ষ রোপণ করেন।
২৩ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS