মঙ্গলবার- ১৮ই জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -৪ঠা আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
ধর্ষণ চেষ্টা মামলা : গোবিন্দগঞ্জে তদন্ত প্রতিবেদনের অপেক্ষায় বাদীনি

ধর্ষণ চেষ্টা মামলা : গোবিন্দগঞ্জে তদন্ত প্রতিবেদনের অপেক্ষায় বাদীনি

গাইবান্ধা প্রতিনিধি: ধর্ষণ চেষ্টার অভিযোগে গাইবান্ধা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যাল-২ এ পিটিশন মামলা তদন্ত প্রতিবেদন পেতে গৃহবধূর অপেক্ষা দীর্ঘ হচ্ছে।

পিটিশন সূত্রে জানা যায়, গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শাখাহার ইউনিয়নের মোল্লাপাড়ায় বাদিনীর বাড়িতে বিগত বৃহস্পতিবার (২৫ আগস্ট ২০২২) সোহেল রানা গৃহবধুকে ধর্ষণের চেষ্টা করে। এদিন আসামীরা কয়েকজন বাদীনির ভাসুর শাহজাহান মÐলের জমিতে মাঠে কাজ করছিল। অন্যান্যদের পানির পিপাসা লাগায় অভিযুক্ত সোহেল পানি নিতে আসে। গৃহবধূ একাকী বাড়িতে অবস্থান করার সুযোগে তাকে জোরপূর্বক ধর্ষণ চেষ্টায় শ্লীলতাহানি ঘটায়। এ ঘটনায় গত ২৯ আগস্ট গোবিন্দগঞ্জ থানায় বাদিনী ও তার স্বামী উপস্থিত হয়ে এজাহার দায়ের করতে এলে থানা কর্তৃপক্ষ বিষয়টিতে আদালতে মামলা করার পরামর্শ দেয়। পরবর্তীতে তারা গাইবান্ধা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যাল-২ এ ৪ অক্টোবর তারিখে পিটিশন মামলা ১০৬/২২ দায়ের করে। যা গোবিন্দগঞ্জ থানার গত মাসে পাঠানো হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানা কর্তৃপক্ষ তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করেনি।

নির্যাতিত গৃহবধূর স্বামী জানান, অভিযুক্ত আসামী দাপটের সাথে এলাকায় চলাফেরা করায় তারা উদ্বিগ্ন উৎকণ্ঠায় দিন যাপন করছে। তারা দ্রæত তদন্ত প্রতিবেদন দাখিলের দাবি জানিয়েছেন।

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইজার উদ্দিন জানান, নথিপত্র দেখে বিষয়টি বিস্তারিত জানানো যাবে।

৫১ বার ভিউ হয়েছে
0Shares