শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
তানোরে ককটেল বিস্ফোরণ ও উদ্ধারে আতংকিত এলাকাবাসী 

তানোরে ককটেল বিস্ফোরণ ও উদ্ধারে আতংকিত এলাকাবাসী 

তানোর প্রতিনিধি: রাজশাহীর তানোরে ককটেল বিস্ফোরণ ও লাঠিসহ ককটেল উদ্ধার করেছে থানা পুলিশ। এমন ককটেল বিস্ফোরণ ও উদ্ধারের ঘটনা আজ(মঙ্গলবার) রাত আনুমানিক ১০টার দিকে উপজেলা ডাকবাংলো মাঠের মঞ্চে ঘটেছে। হঠাৎ করে এমন সদর জায়গা থেকে ককটেল বিস্ফোরণ ও উদ্ধারের ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছে পুরো উপজেলা ক্যাম্পাস এলাকা। জানা গেছে, উপজেলা ডাকবাংলো মাঠে হঠাৎ করে বিকট শব্দে ৫টি ককটেল বিস্ফোরণ। এতে করে স্থানীয় বাসিন্দারা ততক্ষণে থানায় ফোন দিয়ে বিষয়টি জানালে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন ওসি সহ ফোর্স বাহিনী। এসময় ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে পাঁচটি ককটেলের খোসা ও পাঁচটি তাজা ককটেলসহ সাতটি লাঠি উদ্ধার করেন থানা পুলিশ।  তানোর থানার অফিসার ইনচার্জ ওসি কামরুজ্জামান মিয়া জানান, ডাকবাংলো মাঠে বিকট শব্দে স্থানীয়রা আতংকিত হয়ে পড়েন। তারা দ্রুত থানায় ফোন দিলে সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পাঁচটি ককটেলের বিস্ফোরিত খোসা ও পাঁচটি ককটেল সহ বাঁশেরলাঠি উদ্ধার করা হয়। এঘটনায় অভিযান চলছে জড়িতদের দ্রুত  গ্রেফতার করা হবে।
২৩ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS