শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
ইন্ডিয়া-বাংলাদেশ ফ্রেন্ডশীপ পাইপলাইন কাজ পরিদর্শণে পার্বতীপুরে অতিরিক্ত সচিব

ইন্ডিয়া-বাংলাদেশ ফ্রেন্ডশীপ পাইপলাইন কাজ পরিদর্শণে পার্বতীপুরে অতিরিক্ত সচিব

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি : ইন্ডিয়া-বাংলাদেশ ফ্রেন্ডশীপ পাইপলাইন প্রকল্পের জমি অধিগ্রহণ, হুকুম দখল, আনুসাঙ্গিক সুবিধা উন্নয়ন শীর্ষক প্রকল্প পরিদর্শণ করেছেন জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব (পরিকল্পনা) হুমায়ুন কবির। রোববার বিকেল সাড়ে ৩ টায় দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত কেন্দ্রীয় টার্মিনাল সংলগ্ন পাইপলাইনের নির্মানাধীন ডিপোর কাজের অগ্রগতি ঘুরে দেখেন তিনি। এসময় তার সফর সঙ্গী হিসেবে মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাসুদুর রহমান, ইন্ডিয়া বাংলাদেশ ফ্রেন্ডশীপ পাইপলাইন প্রকল্পের পরিচালক টিপু সুলতান উপস্থিত ছিলেন।

পরিদর্শণ শেষে পার্বতীপুর রেল হেড অয়েল ডিপোর কর্মকর্তাদের সাথে বৈঠক করেন অতিরিক্ত সচিব। এসময় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) প্রীতমসহা, রেল হেড অয়েল ডিপোর মেঘনা শাখার অফিস ইনচার্জ রবিউল ইসলাম, বার্মা ফিলিং স্টেশনের স্বত্তাধিকারী রজব আলী সরকার, পদ্মা, যমুনার পেট্রোলিয়াম লিমিটেড কর্মকর্তাসহ বাংলাদেশে কর্মরত ভারতীয় প্রকৌশলীরা উপস্থিত ছিলেন। তবে, কবে নাগাদ তেল পাইপলাইনের মাধ্যমে দেশে তেল আনা হবে? এবং কাজের অগ্রগতি সমন্ধে জানতে চাইলে সাংবাদিকদের সাথে কোন কথা বলেন নি পরিদর্শনে আসা অতিরিক্ত সচিব।

৩৫৫ বার ভিউ হয়েছে
0Shares