শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
তানোরে জাতীয় শিক্ষক দিবস পালিত 

তানোরে জাতীয় শিক্ষক দিবস পালিত 

তানোর প্রতিনিধি: শিক্ষকদের হাত ধরেই ‘শিক্ষা ব্যবস্থার রুপান্তর’এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর তানোরে দিবসটি পালন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে তানোর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে ও উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের উদ্যোগে এজাতীয় শিক্ষক দিবস ২০২২ পালিত করা হয়। এউপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে এক র‌্যালী বের হয়ে সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা নির্বাহী অফিসার ইউএনও পংকজ চন্দ্র দেবনাথ। এসময় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, তানোর সরকারি আব্দুল করিম সরকার ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাবিবুর রহমান সেলী,তানোর মহিলা কলেজের অধ্যক্ষ শ্রী অনূকূল কুমার ঘোষ ও মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আঞ্জুমানয়ারা খাতুন।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন, উপজেলার সকল স্কুল, কলেজ, মাদ্রাসার প্রধানগণ ছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সহকারী শিক্ষকরা উপস্থিত ছিলেন।
২৮ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS