শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
কলমাকান্দায় সদস্য পদে বিজয়ী হলেন এসএম আলমগীর গোলাপ  

কলমাকান্দায় সদস্য পদে বিজয়ী হলেন এসএম আলমগীর গোলাপ  

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার জেলা পরিষদ নির্বাচনে ২নং ওয়ার্ডের সদস্য পদে বিজয়ী হলেন কলমাকান্দা উপজেলার  আওয়ামী লীগ নেতা এসএম আলমগীর গোলাপ।
বিজয়ী এসএম আলমগীর গোলাপ হলেন, কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের সীমান্তবর্তী চৈতা গ্রামের মৃত বীর মুক্তিযোদ্ধা আক্কাছ আলী শেখের পুত্র ও কলমাকান্দা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। তাহার পিতা ওই ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন।
তিনি বৈদ্যুতিক পাখা প্রতীক নিয়ে ৭৭ ভোট পেয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী একেএম হাদীছুজ্জামান তালা প্রতীক নিয়ে ২৮ ভোট, মো. মিজবাহ উদ্দিন খান আছাদ টিউবয়েল প্রতীক নিয়ে ২ ভোট পেয়েছেন।
আজ সোমবার (১৭ অক্টোবর) দুপুরে  এ ফলাফল ঘোষণা করেন জেলা পরিষদ নির্বাচনের ২ নং ওয়ার্ড প্রিজাইডিং অফিসার কৃষিবিদ মো. ফারুক আহমেদ। সোমবার সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত উপজেলা পরিষদ হল রুমে চলে এ নির্বাচনের ভোটগ্রহণ।
এনির্বাচনের কলমাকান্দা উপজেলা পরিষদ ও ৮ টি ইউনিয়নের জনপ্রতিনিধিগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ১০৭ ভোটারের মধ্যে ১০৭ ভোট কাস্টিং হয়েছে।
৮২ বার ভিউ হয়েছে
0Shares