শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
জলঢাকায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত 

জলঢাকায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত 

আনোয়ার হোসেন , জলঢাকা প্রতিনিধিঃ “দক্ষ পুলিশ, সমৃদ্ধ দেশ – বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর জলঢাকা উপজেলায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (১৬ অক্টোবর) বিকেলে থানা চত্বরে অফিসার ইনচার্জ ফিরোজ কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম। এসময় আরো বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল ওয়াহেদ বাহাদুর, উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান, পৌর মেয়র ইলিয়াস হোসেন বাবলু ও বীর মুক্তিযোদ্ধা মীর হামিদুল এহচান চানু প্রমুখ। এসময় প্রধান অতিথি তার বক্তব্য বলেন, পুলিশ সবসময় জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে চলেছে। এজন্য তিনি পুলিশকে সহযোগিতা করে বাসযোগ্য ও শান্তিপূর্ণ জলঢাকা গঠনে সকলের প্রতি আহবান জানান। জলঢাকা থানা পুলিশের আয়োজনে সভায় জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, ধর্মীয় নেতৃবৃন্দ, সাংবাদিক ও উপজেলাবাসী উপস্থিত ছিলেন।
২৫ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS