সোমবার- ১লা জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ -১৭ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
রাজশাহীতে ভূয়া র‌্যাব গ্রেপ্তার

রাজশাহীতে ভূয়া র‌্যাব গ্রেপ্তার

কাজী এনায়েত, রাজশাহী অফিসঃ

রাজশাহীর বাঘায় র‌্যাব পরিচয়ে গভীর রাতে এক ব্যক্তির বাসায় গিয়ে ২ লাখ টাকা চাঁদা নেওয়ার মামলায়
এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতের নাম রবিউল ইসলাম (৩৪)। সে রাজশাহী জেলার বাঘা উপজেলার তেতুলিয়া গ্রামের বাসিন্দা। রবিউলের পিতার নাম রমজান আলী। চারঘাটের সাংবাদিকরা জানিয়েছেন, রবিউল একজন ভুয়া সাংবাদিক। এ পরিচয় দিয়ে চাঁদাবাজি করে বেড়ান। তাঁর বিরুদ্ধে আরও দুটি চাঁদাবাজির মামলা আছে।

র‌্যাব-৫ এর রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল বুধবার সন্ধ্যায় বাঘার তেতুলিয়া বাজারে অভিযান চালিয়ে রবিউলকে গ্রেপ্তার করে। বৃহস্পতিবার দুপুরে র‌্যাব-৫ এর অধিনায়ক রিয়াজ শাহরিয়ার এ তথ্য নিশ্চিত করেছেন। থানায় একটি মামলা করেন। এ মামলার পর র‌্যাব সদস্যরা তারিক হোসেন নামের আরেক ভুয়া সাংবাদিককে গ্রেপ্তার করে। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে এ মামলায় রবিউল ইসলামকেও গ্রেপ্তার করা হলো।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদের আসামি রবিউল র‌্যাব পরিচয়ে চাঁদাবাজির কথা স্বীকার করেছেন। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে চারঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।
💚

৫৫ বার ভিউ হয়েছে
0Shares