বুধবার- ২৬শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১২ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
সাপাহারে  বীর মুক্তিযোদ্ধাদের মাঝে ডিজিটাল সনদপত্র ও স্মার্ট আইডি কার্ড বিতরণ 

সাপাহারে  বীর মুক্তিযোদ্ধাদের মাঝে ডিজিটাল সনদপত্র ও স্মার্ট আইডি কার্ড বিতরণ 

হাফিজুল হক, সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর সাপাহারে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রস্তুতকৃত  বীর মুক্তিযোদ্ধাদের মাঝে ডিজিটাল সনদপত্র ও স্মার্ট আইডি কার্ড বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুনের সভাপতিত্বে স্মার্ট কার্ড বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন মন্ডল।
অন্যান্য মধ্যে উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস সরকার, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ওমর আলী মোল্লা, সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার সহ উপজেলার সকল মুক্তিযোদ্ধাগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য উপজেলার ১২০ জন মুক্তিযোদ্ধার মাঝে এ ডিজিটাল সনদ ও স্মার্ট কার্ড বিতরণ করা হয়েছে।
১৯ বার ভিউ হয়েছে
0Shares