শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
<span class="entry-title-primary">নাবালিকা শিশু ধর্ষণকারীকে গ্রেফতার</span> <span class="entry-subtitle">র‌্যাব-১৩, ক্রাইম প্রিভেনশন কোম্পানী-১,দিনাজপুর</span>

নাবালিকা শিশু ধর্ষণকারীকে গ্রেফতার র‌্যাব-১৩, ক্রাইম প্রিভেনশন কোম্পানী-১,দিনাজপুর

প্রেসবিজ্ঞপ্তি ; র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) প্রতিষ্ঠাকালীন থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র‌্যাব নিয়মিত অস্ত্রধারী সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, মাদক, ছিনতাইকারী, ডাকাতসহ নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের বিরুদ্ধে ব্যাপক অভিযান চালিয়ে আসছে।

এরই ধারাবাহিকতায় র‌্যাব-১৩, ক্রাইম প্রিভেনশন কোম্পানী-১, দিনাজপুর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, পঞ্চগড় জেলার সদর থানার একজন কিশোরী ধর্ষণ মামলার মূল আসামী মোঃ নজরুল ইসলাম (৫০) দিনাজপুর জেলার কোতয়ালী থানা এলাকায় গোপনে অবস্থান করছে। উক্ত গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি বিশেষ আভিযানিক দল ১১/১০/২২ তারিখ রাতে অভিযান চালিয়ে পঞ্চগড়ের মোঃ নজরুল ইসলাম (৫০) কে গ্রেফতার করে।

উল্লেখ্য যে, পঞ্চগড় জেলার সদর থানাধীন ১৩ বছরের নাবালিকার পরিবার অত্যন্ত হতদরিদ্র। এই সুযোগকে কাজে লাগিয়ে ভিকটিমের পিতা-মাতার অবর্তমানে ধৃত আসামী মোঃ নজরুল ইসলাম (৫০), সাং- খেকিপাড়া, থানাঃ পঞ্চগড় সদর, জেলাঃ পঞ্চগড়, ভিকটিম নাবালিকা (১৩) কে টাকা পয়সা, খাবার, কাপড় চোপড় ইত্যাদির লোভ দেখিয়ে ফুসলিয়ে গত ১৫/০৩/২২ ইং তারিখ জোর পূর্বক ধর্ষণ করে। উক্ত ধর্ষণের কথা লোকজন জানালে হত্যার ভয় দেখিয়ে পরবর্তীতে বিভিন্ন সময়ে একাধিকবার ধর্ষণ করে। পরবর্তীতে ভিকটিম অসুস্থ্য হয়ে পড়লে ভিকটিমের পিতামাতা চিকিৎসার জন্য তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ভিকটিম সন্তানসম্ভবা বলে জানায়। উক্ত ঘটনাটি এলাকা জানাজানি হলে আসামী পক্ষ টাকা পয়সার বিনিময়ে গর্ভের সন্তান নষ্ট করা সহ উক্ত ঘটনাটি আপোষ মিমাংশা করার জন্য চাপ দিতে থাকলে ভিকটিমের মাতা বাদী হয়ে পঞ্চগড় জেলার সদর থানায় মামলা দায়ের করলে, উক্ত ধর্ষক বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আপ্তগোপনে অবস্থান করতে থাকে। উক্ত ঘটনার প্রেক্ষিতে র‌্যাব ছায়া তদন্ত শুরু করে এবং সর্বশেষ ১১/১০/২২ ইং তারিখ রাতে ধর্ষণ মামলার মূল আসামীকে দিনাজপুর জেলার কোতয়ালী থানাধীন উপশহর এলাকা অভিযান পরিচালনা করে গ্রেফতার করতে সক্ষম হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত আসামী নাবালিকা ভিকAটিমকে একাধিকবার ধর্ষণের কথা স্বীকার করেছে। গ্রেফতারকৃত আসামী কে পঞ্চগড় সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

৬০ বার ভিউ হয়েছে
0Shares