শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
নড়াইলের পল্লীতে নারীর অর্ধগলিত লাশ উদ্ধার

নড়াইলের পল্লীতে নারীর অর্ধগলিত লাশ উদ্ধার

 উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইলের কালিয়া উপজেলার কাঞ্চনপুর বারইপাড়া এলাকার নবগঙ্গা নদীর ঘাট এলাকায় গলায় কলসি বাঁধা অবস্থায় এক নারীর লাশ উদ্ধার করেছে কালিয়া থানা পুলিশ।  বুধবার (২৮ সেপ্টেম্বর) সকালে অজ্ঞাত ওই নারীর লাশ উদ্ধার করে পুলিশ
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে,বুধবার সকালে কালিয়া উপজেলার কাঞ্চনপুর বারইপাড়া এলাকার নবগঙ্গা নদীর চরে ফারুক শেখ নামে এক ব্যক্তি গরুকে ঘাস খাওয়াতে নিয়ে আসেন। এরপর গলায় কলসি বাধা অবস্থায় এক নারীর অর্ধগলিত লাশ দেখতে পান। পরে কালিয়া থানা পুলিশকে বিষয়টি অবহিত করেন। খবর পেয়ে কালিয়া থানা পুলিশ এসে ওই নারীর লাশ উদ্ধার করে। এ বিষয়ে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ তাসমীম আলম বলেন, অর্ধগলিত অজ্ঞাত নারীর লাশ নবগঙ্গা নদীর চরে পাওয়া গিয়েছে। ঐ লাশের গলায় কলসি বাঁধা অবস্থায় রয়েছে। পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে।
২৩ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS