বুধবার- ২২শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ -৮ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
ঝিনাইদহের হরিনাকুন্ডু পৌরসভার অবৈধ নিয়োগ বাণিজ্য ও অনিয়মের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত

ঝিনাইদহের হরিনাকুন্ডু পৌরসভার অবৈধ নিয়োগ বাণিজ্য ও অনিয়মের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ- ঝিনাইদহের হরিনাকুন্ডু পৌরসভার  মেয়র ফারুক হোসেনের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য, জন্ম নিবন্ধনে নির্ধারিত ফি’র অতিরিক্ত আদায়, পৌর কাউন্সিলদের সাথে অসদাচরণসহ বিভিন্ন অনিয়মের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলা শহরের দোয়েল চত্বরে এ মানববন্ধনের আয়োজন করে পৌর কাউন্সিলরবৃন্দ ও পৌরবাসী। ঘন্টাব্যাপী চলা এ মানববন্ধনে ব্যানার, লিপলেট, ফেস্টু ও প্লাকার্ড নিয়ে কাউন্সিলরবৃন্দসহ পৌরসভার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। এসময় পৌরসভার সাবেক মেয়র শাহীনুর রমান রিন্টু, বর্তমান কাউন্সিলর নাসির উদ্দিন, আবু আহসান রনুসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এসময় বক্তারা বলেন, বর্তমান মেয়র ফারুক হোসেন পৌরসভায় অবৈধভাবে নিয়োগ বাণিজ্য করছে। এছাড়াও পৌরবাসী জন্ম নিবন্ধন করতে গেলে নির্ধারিত ফি’র থেকে কয়েকগুণ বেশি টাকা আদায় করছে। যার রশিদও আছে। এছাড়াও পৌরবাসী নাগরিক সেবা নিতে গেলে বিভিন্ন অনিয়ম করছে। বক্তারা, মেয়রের এই দুর্নিতী তদন্ত করে ব্যবস্থা গ্রহনের দাবি জানান।

৪০ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS