সোমবার- ১লা জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ -১৭ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
ঝিনাইদহে ৩৬৬ টি পরিবারের মাঝে জমিসহ ঘর হস্তান্তর

ঝিনাইদহে ৩৬৬ টি পরিবারের মাঝে জমিসহ ঘর হস্তান্তর

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ- ঝিনাইদহে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে ৩’শ ৬৬ টি পরিবারের মাঝে জমিসহ ঘর হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তায়নে এ অনুষ্ঠানের আয়োজন করেন সদর উপজেলা প্রশাসন। এতে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য খালেদা খানম, জেলা প্রশাসক মনিরা বেগম, পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড. আব্দুর রশিদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম শাহীনসহ উপকারভোগীরা উপস্থিত ছিলেন। সারাদেশে একযোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঈদ উপহার জমিসহ ঘর হস্তান্তর অনুষ্ঠানের উদ্বোধন করার পর ঝিনাইদহে উপকারভোগীদের হাতে জমির দলিল ও কাজপত্র তুলে দেওয়া হয়। এ জেলায় জমিসহ গৃহ পাওয়ার তালিকায় রয়েছে, ভিক্ষুক, বেদে সম্প্রদায়ের লোক, প্রতিবন্ধী, ভ্যানচালক, বিধবার, স্বামী পরিত্যাক্তা, ষাটোর্দ্ধ প্রবীনসহ অন্যান্য ভূমিহীনরা।

২৮ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS