বুধবার- ২৬শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১২ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
লোহাগড়ায় অজ্ঞাত পরিচয় মধ্যবয়সী যুবকরে লাশ উদ্ধার

লোহাগড়ায় অজ্ঞাত পরিচয় মধ্যবয়সী যুবকরে লাশ উদ্ধার

শরিফুল ইসলাম নড়াইল : নড়াইলের লোহাগড়া উপজেলার পাচুঁড়িয়া গ্রামের বিলের মধ্যে পানিতে ভাসমান অবস্থায় অজ্ঞাত পরিচয় এক মধ্যবয়সী যুবকরে লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে মর্গে প্রেরণ করেছে ।

এলাকাবাসী ও পুলিশ সুত্রে জানা গেছে, উপজেলার মল্লিকপুর ইউনিয়নের পাচুঁড়িয়া গ্রামের বিলের মধ্যে অজ্ঞাত পরিচয় (৩৫) এক মধ্যবয়সী যুবকরে লাশ পানিতে ভাসতে দেখে সোমবার (১২ সেপ্টেম্বর) সকালে এলাকাবাসী পুলিশকে সংবাদ দেয়। লোহাগড়া থানা পুলিশ সংবাদ পেয়ে দুপুরে মল্লিকপুর ইউনিয়নের পাচুঁড়িয়া গ্রামের বিলের মাঝে পানিতে ভাসমান অবস্থায় অজ্ঞাত পরিচয় ওই মধ্যবয়সী যুবকরে লাশ উদ্ধার করে। অজ্ঞাত পরিচয় ওই মধ্যবয়সী যুবকরে শরীরে কোন কাপড় ছিল না ।

এ ব্যাপারে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দিন জানান, উদ্ধারকৃত লাশের শরীরে বিভিন্ন জায়গায় ক্ষত চিহ্ন রয়েছে। লাশের ময়না তদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে।

৪৪ বার ভিউ হয়েছে
0Shares