শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
মোহনপুরে পিআইও অফিসে পাঁচ দফা দাবিতে কর্মবিরতী

মোহনপুরে পিআইও অফিসে পাঁচ দফা দাবিতে কর্মবিরতী

মোহনপুর প্রতিনিধি : রাজশাহী মোহনপুর উপজেলার দুর্যোগব্যবস্থাপনা অধিদপ্তরের সংযুক্ত কর্মকর্তা কর্মচারী কল্যাণ পরিষদ ৩ দিনের কর্মবিরতী ঘোষনায় তাদের ন্যায্য দাবী আদায়ের লক্ষ্যে আজ ১২ সেপ্টেম্বর রোজ সোমবার সকাল ৮ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত পাঁচ দফা দাবীতে কর্মবিরতী পালন করেছেন।

দাবী গুলো হলো-দুর্যোগ ব্যবস্থাপনা আইন-২০১২ এর আলোকে প্রস্তাবিত জনবলকাঠামো নিয়োগ বিধি বাস্তবায়ন,জেলা ত্রান ও পুর্নবাসন কর্মকর্তা (ডিআরআরও) আপগ্রেডেশন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পিআইও পদ আপগ্রেডেশন,সচিবালয়ে ন্যায় দুর্যোগব্যবস্থাপনা অধিদপ্তরে কর্মচারীদের পদনাম পরিবর্তন,দুর্যোগব্যবস্থাপনা অধিদপ্তরের সকল শূন্যপদ পদন্নতি/চলতি দায়িত্ব/নিয়োগের মাধ্যমে পুরন,কর্মবিরতীর সময় উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পিআইও বিপুল কুমার মালাকার,কার্যসহকারি শামীম রেজা,অফিস সহায়ক শহিদুল ইসলাম।

৭৯ বার ভিউ হয়েছে
0Shares