বুধবার- ২৬শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১২ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
পটুয়াখালীতে পুলিশের উপর হামলা

পটুয়াখালীতে পুলিশের উপর হামলা

পটুয়াখালী প্রতিনিধি।।পটুয়াখালীর বাউফলে নির্বাচনী ফলাফল বিপেক্ষ যাওয়ায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশ সদস্যদের উপর অতর্কিত হামলা চালায় নৌকার কর্মী সমর্থকরা। ওই সময় ইট পাটকেলের আঘাতে তিন পুলিশ সদস্য সহ গাড়ীর চালক আহত হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার ছোট ডালিমা কেন্দ্র থেকে ফেরার পথে এ হামলার ঘটনা ঘটে। আহতদের উন্নত চিকিৎস্যার জন্য পটুয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনায় পুলিশ ৬০ জনকে আসামী করে একটি মামলা দায়ের করলে গভীর রাতে ৪জনকে গ্রেফতার করে বাউফল থানা পুলিশ।
প্রসঙ্গত: গত ৭ ফেব্রুয়ারী নাজিরপুর ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হলে নৌকা প্রতীক নিয়ে আমির হোসেন বেপাড়ি বিজয়ী হলে শপথ নেওয়ার আগেই ১২ ফেব্রুয়ারী হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। এরপড় ২৭ জুলাই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলে জেলা আওয়ামীলীগের সদস্য জোবায়দুল হক রাসেল নৌকার উঠান বৈঠকে ইভিএম নিয়ে বির্তকিত মন্তব্য করলে তা বিভিন্ন মিডিয়ায় প্রকাশ পায়। এরপড় নির্বাচন কমিশন নির্বাচন স্থগিত করে ৬ মঙ্গলবার সেপ্টেম্বর ঘোষনা করেন। নির্বাচনে চশমা প্রার্থী নৌকা প্রার্থীর চেয়ে ৬৫ ভোট বেশি পেয়ে জয়লাভ করেন।
৩৭ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS