বুধবার- ২৬শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১২ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
ঝালকাঠিতে সামাজিক ক্ষমতায়ন ও আইনী সুরক্ষা লক্ষে কমিটি গঠন

ঝালকাঠিতে সামাজিক ক্ষমতায়ন ও আইনী সুরক্ষা লক্ষে কমিটি গঠন

ঝালকাঠি প্রতিনিধি ; ঝালকাঠির সদর উপজেলার গাবখান ধানসিড়ি ইউনিয়নের বৈদারাপুর গ্রামে দরিদ্র ও সুবিধাবঞ্চিতদের সামাজিক ক্ষমতায়ন ও আইনী সুরক্ষা প্রদানের লক্ষে ব্র্যাকের পল্লীসমাজ পুনর্গঠণ করা হয়েছে। এ উপলক্ষে সোমবার সন্ধ্যায় ওই এলাকার ২০ জন নারী, ২০ জন পুরুষ ও ২০ জন কিশোর-কিশোরী নিয়ে সভা অনুষ্ঠিত হয়। সভায় সকলের সম্মতিতে উপস্থিতদের মধ্য থেকে স্বপনকে সভাপতি ও রিমা আক্তারকে সম্পাদক করে ৯ সদস্য বিশিষ্ঠ কমিটি গঠন করা হয়। অনুষ্ঠানে কর্মসূচির লক্ষ্য উদ্দেশ্যসহ পল্লী সমাজ পূর্নগঠনের লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আলোচনা করা হয়। ঝালকাঠি জেলা ব্যবস্থাপক (সেলপ) জেলা নিত্যনন্দ শীলের নির্দেশনায় সভা পরিচালনা করেন ব্র্যাক (সেলপ) অফিসার হাসিনা আকতার।

৩৬ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS