শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
মোহনপুরে সংঘাত নয়,ঐক্যের বাংলাদেশ চায়,পিএফজির ফলোআপ মিটিং

মোহনপুরে সংঘাত নয়,ঐক্যের বাংলাদেশ চায়,পিএফজির ফলোআপ মিটিং

মোহনপুর প্রতিনিধি : দ্বি-হাঙ্গার প্রজেক্টের আয়োজনে টঝঅওউ ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এর সহযোগীতায় আজ ৩ সেপ্টেম্বর মহবতপুর উচ্চ বিদ্যালয়ের হল রুমে বেলা ১১ টার সময় সংঘাত নয়,ঐক্যের বাংরাদেশ চায়,পিএফজির ফলোআপ মিটিং অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ধুরইল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ওয়াজেদ আলী শাহ,প্রধান অতিথি ছিলেন পিএফজির এম্বাসেডর অবসরপ্রাপ্ত অধ্যাপক আসাদ আলী,বিশেষ অতিথি ছিলেন পিএফজির সমন্বয়কারী মুরাদুল ইসলাম মুরাদ,প্রধান শিক্ষক আব্দুল আলীম শেখ,সাবেক ভাইস চেয়ারম্যান বানেছা বেগম,আজিবুর রহমান,আব্দুর রউফ,ইউনিয়ন সমন্বয়কারী জয়নাল আবেদিন,জুয়েল রানা।

১০১ বার ভিউ হয়েছে
0Shares