রবিবার- ৩০শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৬ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
বৈরাগীপাড়া শ্রী শ্রী দূর্গা মন্দিরের ছাদ ঢালাই কাজ শুরু

বৈরাগীপাড়া শ্রী শ্রী দূর্গা মন্দিরের ছাদ ঢালাই কাজ শুরু

স্টাফ রিপোর্টার : রংপুর মহানগরীর বৈরাগীপাড়া শ্রী শ্রী দূর্গা মন্দিরের ছাদ ঢালাই কাজ শুরু হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে উক্ত দূর্গা মন্দিরের ছাদ ঢালাই কাজের শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রংপুর সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা।

বৈরাগীপাড়া শ্রী শ্রী দূর্গা মন্দির কমিটির সভাপতি মানিক চন্দ্র রায় এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পূজাঁ উদযাপন পরিষদ রংপুর জেলার সভাপতি শ্রী অজয় প্রসাদ বাবন, সাধারণ সম্পাদক শ্রী ধীমান ভট্টাচার্য্য, সহ-সভাপতি অরুপ দত্ত, বাবু রাম জীবন কুন্ডু, বিশিষ্ঠ ব্যবসায়ী ও সমাজ সেবক বাবু দিলিপ কুড়ি ও বাবু অলক চক্রবর্ত্তী।

এ সময় স্বাগত বক্তব্য রাখেন বৈরাগীপাড়া শ্রী শ্রী দূর্গা মন্দির কমিটির সাধারণ সম্পাদক পাভেল চন্দ্র রায়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের সংরক্ষিত মহিলা কাউন্সিলর মোছাঃ হাসনা বানু, বিশিষ্ঠ সাংবাদিক আলহাজ্ব মোঃ সালেকুজ্জামান, বিশিষ্ঠ ঠিকাদার মোঃ রফিকুল আলম, বৈরাগীপাড়া শ্রী শ্রী দূর্গা মন্দির কমিটির সিনিয়র সহ-সভাপতি অমল মহন্ত, ও শ্রমিক নেতা শ্রী শ্যামল বাবুসহ স্থানীয় অন্যান্য নেতৃবৃন্দ।

৩২ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS