বৃহস্পতিবার, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

নাচোল কল্যাণ ফাউন্ডেশনের বৃত্তি প্রদান 

নাচোল কল্যাণ ফাউন্ডেশনের বৃত্তি প্রদান 

Views
 ইব্রাহীম স্টাফ রিপোটার-  চাঁপাইনবাবগঞ্জের নাচোল কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। এ লক্ষ্যে ২৬ ফেব্রুয়ারি বুধবার বিকেল সাড়ে ৪ টায় নাচোল মহিলা কলেজ মিলনায়তনে, নাচোল কল্যাণ ফাউন্ডেশন এর সভাপতি মোজাম্মেল হক এর সভাপতিত্বে, বৃত্তি পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,এ এইচ এম আব্দুল্লাহ অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব, কল্যাণ ফাউন্ডেশন এর মহাসচিব সাইদুর রহমান ও সচিব আশীষ কুমার চক্রবর্তী উপাধ্যক্ষ নাচোল মহিলা কলেজ, অধ্যক্ষ ওবাইদুর রহমান, প্রফেসর শরিফুল ইসলাম অবসরপ্রাপ্ত অধ্যক্ষ, হাফিজুর রহমান অবসরপ্রাপ্ত অধ্যক্ষ, এটিএম নুরুল্লাহ অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা, হুমায়ুন কবির আজম সহকারী অধ্যাপক আইসিটি।
ফাউন্ডেশন এর মহাসচিব সাইদুর রহমান বলেন, চতুর্থ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত এক থেকে পঞ্চম প্রতিযোগী বৃত্তি প্রাপ্তদের মাঝে প্রথম পুরস্কার নগদ অর্থ চার হাজার টাকা, দ্বিতীয় পুরস্কার ৩০০০ টাকা, তৃতীয় পুরস্কার ২০০০হাজার টাকা , চতুর্থ পুরস্কার এক হাজার এবং পঞ্চম পুরস্কার ১০০০ হাজার টাকা প্রদান করা হয়। স্মৃতিবৃত্তিগুলো হচ্ছে চতুর্থ শ্রেণীর আলহাজ্ব আরশাদ আলী বিশ্বাস, পঞ্চম শ্রেণী আফসার আলী বিশ্বাস, ষষ্ঠ শ্রেণী মইনুদ্দিন হোদা মাস্টার, সপ্তম শ্রেণী তোফাজ্জল হক সাজ্জাদ আলী, অষ্টম শ্রেণী তমিজুল হক, নবম শ্রেণী মোজাম্মেল হক মাস্টার, দশম শ্রেণী রেশমি আরা ও দশম শ্রেণী সংরক্ষিত নাচোল পাইলট উচ্চ বিদ্যালয় মাইনুল হক এবং উচ্চ মাধ্যমিক মিঠু চৌধুরী স্মৃতি বৃত্তি পরীক্ষা। অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে বৃত্তি পরীক্ষায় এক থেকে পঞ্চম প্রতিযোগী শিক্ষার্থীদের মাঝে এই পুরস্কার বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন মজিদুল ইসলাম সহকারী শিক্ষক।
Share This

COMMENTS