বৃহস্পতিবার- ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৩ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
নলডাঙ্গায় বিএনপি’র বিক্ষোভ ও সমাবেশ

নলডাঙ্গায় বিএনপি’র বিক্ষোভ ও সমাবেশ

ইসাহাক আলী, নাটোর, ২৯ আগস্ট-জ্বালানি তেল, পরিবহন ভাড়াসহ সকল দ্রব্যের মূল্য বৃদ্ধি এবং পুলিশ কর্তৃক ছাত্রনেতা হত্যার প্রতিবাদে দেশব্যাপি কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষাভ মিছিল ও সমাবেশ করেছে নলডাঙ্গা উপজেলা বিএনপি। আজ সোমবার বেলা ১২টার দিকে  নলডাঙ্গা হাই স্কুল মাঠে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নাটোর জেলা বিএনপির আহবায়ক আমিনুল হক,  সদস্য সচিব রহিম নেওয়াজ, জেলা বিএনপির সদস্য শহিদুল ইসলাম বাচ্চু, নলডাঙ্গা উপজেলা বিএনপির সাধারন সম্পাদক সাখাওযাত হোসেনসহ অন্যরা। এতে সভাপতিত্ব করেন নলডাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি আতিকুর রহমান তালুকদার। এসময় বক্তারা বলেন, মাদার অফ মাফিয়া শেখ হাসিনার গনভবন দখল করে, আয়না ঘড় ভেংগে  নাগপাশ থেকে দেশকে প্রকৃত স্বাধীনতা এনেই আমাদের সংগ্রামের পরিসমাপ্তি টানবো ইনশাল্লাহ।

১০৩ বার ভিউ হয়েছে
0Shares