বুধবার- ২৬শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১২ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
রাজশাহীতে হঠাৎ অটোরিকশা চলাচল বন্ধ,দুর্ভোগে পড়েছে যাত্রীরা

রাজশাহীতে হঠাৎ অটোরিকশা চলাচল বন্ধ,দুর্ভোগে পড়েছে যাত্রীরা

নাজিম হাদসান,রাজশাহী প্রতিনিধি:
রাজশাহী মহানগরীতে হঠাৎ করে ভাড়া বাড়ানোর দাবিতে অটোরিকশা চলাচল বন্ধ করে দিয়েছেন চালকরা। এতে করে চরম অসুবিধায় পড়েছে যাতায়াতকারী সাধারন মানুনজন ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। রোববার (২৮ আগস্ট) ভোর থেকেই অটোচলাচল বন্ধ হলে এই সুযোগকে কাজে লাগিয়ে গুটি কয়েক অটোচালক যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করার অভিযোগ উঠেছে। তাদের আন্দোলনের কারণে সকাল থেকেই আটোরিকশাশূন্য রাজশাহী নগরীতে। এতে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা।রোববার (২৮ আগস্ট) ভোর থেকেই অটোচলাচল বন্ধ করে সাধারণ চালক ও মালিকদের ব্যানারে রাজশাহী সিটি করপোরেশনের প্রধান ফটক ঘেরাও করে তারা বিক্ষোভ করেন চালকরা।এই সুযোগকে কাজে লাগিয়ে যে দু-একটি অটোরিকশা চলছে, সেগুলোতে ভাড়া চাওয়া হচ্ছে দুই থেকে তিনগুণ। ভদ্রা থেকে রেলগেটের ভাড়া সাত টাকা হলেও চাচ্ছেন ২০ টাকা। রাস্তায় চলাচলরত অটোচালকরা বলেন, আমরা সকালে গ্যারেজ থেকে গাড়ি বের করে রাস্তায় এলে চাকার হাওয়া ছেড়ে দেন আন্দোলনকারীরা। এতে যাত্রী নিয়ে আমরা বিপদে পড়েছি। তারা আরও বলেন, আগে থেকেই আমাদের ভাড়া বাড়ানো বা অটোরিকশা চলাচল বন্ধের বিষয়ে জানানো হয়নি। অটোচালকদের একটি পক্ষ রাস্তায় বিভিন্ন মোড়ে অবস্থান নিয়ে আন্দোলন করছেন। কলেজছাত্রী বলেন, লক্ষ্মীপুর থেকে রাজশাহী কলেজে যাবো। রাস্তায় বের হয়ে দেখি অটোরিকশা চলাচল বন্ধ। দু-একটা দেখা গেলেও ৫ টাকার ভাড়া চায় ২৫ টাকা। আমরা শিক্ষার্থীরা বেকায়দায় পড়েছি। অপরদিকে অটোরিকশা চলাচল না করায় সময় মত পরীক্ষা কেন্দ্রে প্রবেশ না করতে পেরে রাজশাহী পলেটেকনিকের শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করে রাখে। এতে করে মহাসড়কে যানজন সৃষ্ঠি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে ব্যাটারিচালিত অটোরিকশা মালিক সমিতির সভাপতি সাগর বলেন, ‘আমাদের না জানিয়েই একটি পক্ষ ভাড়া বৃদ্ধির দাবিতে হঠাৎ অটোরিকশা চলাচল বন্ধ করে দিয়েছে। আমরা এ বিষয়ে কিছু জানি না বা জড়িত না। নওদাপাড়া ও তেরখাদিয়া ডাবতলা মোড়ে একটি সংগঠন আমার কাছে এসেছিল। আমি তাদের কথায় পাত্তা দেয়নি।

৯০ বার ভিউ হয়েছে
0Shares