শনিবার, ২২শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

অপারেশন ডেভিল হান্ট: ভোলায় অস্ত্রধারী আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের ৬ জন আটক

Views

ভোলা প্রতিনিধি : ভোলায় অপারেশন ডেভিল হান্টের অভিযানে নাশকতার পরিকল্পনার অভিযোগে অস্ত্রধারী সাবেক ইউপি চেয়ারম্যানসহ ও ইউনিয়ন আঃলীগ সহসভাপতি, আওয়ামী লীগ, যুব ও ছাত্র লীগের অস্ত্রবাজ ৬ জনকে আট করা হয়েছে।
বুধবার(১৯ ফেব্রæয়ারী) ভোরে কোস্টগার্ড দক্ষিণ জোনের নেতৃত্বে-নৌবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে ভোলা সদর উপজেলা পশ্চিম ইলিশা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউপি আওয়ামী লীগের সহ সভাপতি শতাধীক আগ্নেয়াস্ত্রের মালিক মোঃ জহিরুল ইসলাম জহির, চরসামাইয়া ইউনিয়নের আওয়ামী লীগ নেতা মাইনুল হাওলাদার, মোঃ ফয়েজ হাওলাদার, মোঃ ফরিদকে আটক করা হয়।
অপরদিকে পুলিশের পৃথক অভিযানে দৌলতখান উপজেলার যুবলীগ নেতা অস্ত্রবাজ মো: হাসনাইন ও লালমোহন উপজেলার লালমোহন ইসলামিয়া কামিল মাদ্রাসার ছাত্রলীগের সভাপতি ফাহিম বিশ্বাসকে আটক করেছেন। এরা সবাই চিহ্নিত অস্ত্রধারী সন্ত্রাসী বলে জানান আইনশৃংঙ্খলা বাহিনী।

Share This

COMMENTS