নাটোরের দত্তপাড়া থেকে মানুষের বিচ্ছিন্ন একটি হাত উদ্ধার


নাটোর প্রতিনিধি ; নাটোরের সন্ত্রাসের জনপদ খ্যাত শহরতলী দত্তপাড়া এলাকার নাটোর পাবনা মহাসড়কের ব্রিজের পাশ থেকে পলিথিনে মোড়ানো একটি বিচ্ছিন্ন হাত উদ্ধার করেছে পুলিশ।
আজ বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এলাকাবাসীর সংবাগে হাতটি উদ্ধার করে হাসপাতালে ফ্রিজিং করতে প্রেরণ করা হয়।
প্রত্যক্ষদর্শী এলাকাবাসী জানান, সন্ধ্যার দিকে একটি চলন্ত যানবাহন থেকে পলিথিনে মোড়ানো বিচ্ছিন্ন হাতটি নারদ নদে ফেলে দেওয়ার সময় মহাসড়কের উপর পড়ে যায়। পরে স্থানীয়রা হাতটি দেখতে পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ গিয়ে তা উদ্ধার করে। খবরটি ছড়িয়ে পড়লে বিপুল পরিমাণ উৎসব মানুষ তা দেখতে ভিড় জমায়।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। হাতটি বয়স্ক কোনো মানুষের হতে পারে বলে ধারণা করা হচ্ছে। কে বা কারা হাতে এখানে ফেলেছে তা তদন্ত করতে পুলিশ কাজ শুরু করেছে। বিচ্ছিন্ন হাতটি সদর হাসপাতালে ফ্রীজিং করা হয়েছে । ২/১দিনের মধ্যে নমুনা সংগ্রহের জন্য তা ঢাকায় প্রেরণ করা হবে বলেও জানান তিনি।
১১ বার ভিউ হয়েছে