রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি ২ এর গণশুনানী আলোচনা সভা


আমজাদ হোসাইন, তারাগঞ্জ( রংপুর) প্রতিনিধিঃ রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি -২ পাগলাপীর,রংপুর এর আয়োজনে ২০ এপ্রিল /২৫ ইং তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়ন পরিষদ সভাকক্ষে বিকেল ৩ ঘটিকায় গ্রাহক ও সর্বসাধারণকে নিয়ে গণ- সচেতনতা মূলক আলোচনা বাপবি বোর্ড ও অন্যান্য সংস্থার প্রতিনিধির উপস্থিতিতে গণশুনানী সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রংপুর পল্লী বিদ্যুৎ সমিতির -২ এর জেনারেল ম্যানেজার মনোয়ার হোসেন (সুমন) এজিএম,এমএস, সিয়াম সিরাজী, পরিচালক,(তারাগঞ্জ) সাইফুল ইসলাম সিদ্দিকী, সাবেক পরিচালক, আতাউর রহমান,স্থানীয় গ্রাহক ও গন্যমান্য সভ্যবৃন্দ। অফিসিয়াল নীতি মালার আলোকে বিভিন্ন ক্যাটাগরিসমুহের নতুন সংযোগ গ্রহণের ক্ষেত্রে করণীয় শীর্ষক আলোচনা, বিদ্যুতের ব্যবহার, বিদ্যুৎ অপচয় রোধ,বিল পরিশোধে উৎসাহ প্রদান ,প্রতারণার হাত থেকে বাঁচাতে সচেতনতা মূলক আলোচনা, অভিযোগের ক্ষেত্রে সার্বক্ষণিক গ্রাহক সেবা নিশ্চিতে আশ্বাস্থ করে সভা শেষ হয়।