বৃহস্পতিবার- ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৩ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
মান্দায় ৩০ দিন ধরে নিরুদ্দেশ বুদ্ধিপ্রতিবন্ধী যুবক

মান্দায় ৩০ দিন ধরে নিরুদ্দেশ বুদ্ধিপ্রতিবন্ধী যুবক

 এম এম হারুন আল রশীদ হীরা ;  মান্দা (নওগাঁ): নওগাঁর মান্দায় ৩০ দিন ধরে নিরুদ্দেশ রয়েছেন রুবেল হোসেন (২৬)  নামে বুদ্ধিপ্রতিবন্ধী এক যুবক। আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সকল স্থানে খুঁজেও তার কোন  হদিস পাওয়া যায়নি । তিনি মান্দা সদর ইউনিয়নের গোসাইপুর গ্রামের নওসাদ আলীর ছেলে।

এ ঘটনায় নিখোঁজ যুবকের বাবা মান্দা থানায় একটি সাধারণ ডাইরি করেছেন। নিখোঁজ যুবকের বাবা নওসাদ আলী জানান, ছেলে রুবেল হোসেন বুদ্ধিপ্রতিবন্ধী। গত ১৯ জুলাই সকালে সকলের অগোচরে বাড়ি থেকে বেরিয়ে যায়। এরপর থেকে তাকে আর কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না।

তিনি আরও বলেন, আত্মীয়-স্বজনসহ বিভিন্ন জায়গায় অনেক চেষ্টা ও খোঁজাখুঁজি করা হয়েছে। কিন্তু ছেলেকে পাওয়া যায়নি। এ ঘটনায় গত ২১ জুলাই মান্দা থানায় সাধারণ ডাইরি করেন তিনি।

 মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান শাহিন ঘটনার সত্যতা নিশ্চিত করে  বলেন, বুদ্ধিপ্রতিবন্ধী যুবকের নিখোঁজের ঘটনায় থানায় সাধারণ ডাইরি পর বিভিন্ন থানায় বার্তা পাঠানো হয়েছে। কিন্তু এখন পর্যন্ত তার কোন এখনো সন্ধান পাওয়া যায়নি।

২৬ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS