ঘোড়াঘাটে মালিককে বেঁধে রেখে বিদেশী গরু ডাতাতি
আজহারুল ইসলাম সাথী ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের ঘোড়াঘাটে মালিককে বেঁধে রেখে ২টি ফ্রিজিয়াম জাতের বিদেশী গরু ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতির ঘটনা ঘটেছে ২৫ ডিসেম্বর বুধবার দিবাগত রাতে ঘোড়াঘাট উপজেলার চেংগ্রামের মৃত অফুর উদ্দিনের ছেলে সাবদুল ইসলামের বাড়ীতে। গ্রমের ৩ ব্যক্তিসহ আরোও অজ্ঞাতনামা ৭-৮ জনের নামে ইজাহার দাখিল করেছেন সাবদুল ইসলাম।জানা গেছে বুবার দিবাগত রাত অনুমানিক দেড়টার সময় একই গ্রামের ৩জন ব্যক্তি সাবদুল ইসলামের বাড়িতে গিয়ে তার সাথে কথা বার্তা বলতেছিল এ সময় ৫=৬ জনের একটি ডাকাত দলটি শয়ন ঘড়ে প্রবেশ করে সাবদুল ইসলামের হাতপা বেঁধে ফেলে। এ সময় গ্রামের ওই ৩জন ব্যক্তি তড়িৎ গতিতে তাৎক্ষনিক ভাবে সাবদুরের বাড়ী থেকে পালিয়ে যায়। ডাকাতেরা সাবদুল ইসলামের বাড়ি থেকে বিদেশী ২টি ফ্রিজিয়াম জাতের ১টি গাভী ও ১টি বকনা গরু ডাকাতি করে নিয়ে পালিয়ে যায়। এব্যাপারে সাবদুল ইসলাম বাদী হয়ে গ্রামের ৩ ব্যক্তিসহ আরোও অজ্ঞাতনামা ৭-৮ জনের নামে ইজাহার দাখিল করেছেন।