ঘোড়াঘাটে রাণীগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে অবৈধ্য নিয়োগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের ঘোড়াঘাট রাণীগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের অবৈদ্য ভাবে কর্মচারি নিয়োগ দেওয়ায় প্রধান শিক্ষক সৈয়দ আখতারুজ্জামান বিরুদ্ধে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক নিকট অভিযোগ করেছেন ওই স্কুলের অফিস সহায়ক। অভিযোগ সূত্রে জানাযায়, বিদ্যালয়ের অফিস সহায়ক রাণীগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় ঘোড়াঘাট, দিনাজপুর এ ২০-০৪-২০০০ ইং সালে এম এল এস এস পদে নিয়োগ প্রাপ্ত হন। ০৪ ফেব্রæয়ারী ২০১৪ ইং তারিখের স্মারক নং ০৫,০০,০০০০,১৫১,১৩,০৩৬,১২,৫০ মোতাবেক এম এল এস এস পদ সহ আরো কয়েকটি কর্মচারী পদকে অফিস সহায়ক হিসেবে নাম করন করা হয়। ০১/০৩/২০১৮ ইং তারিখে অফিস সহায়ক এমপিও ভুক্ত হন ও স্কুলে কর্মরত রয়েছেন যার ইন্ডেক্স নম্বর ঘ ১১৪০৯৫৪ এবং পিডিএস নং ১০১৩৩৩৯৮৬। এমতাবস্থায় রাণীগঞ্জ বালিকা বিদ্যালয়ের প্রধান সৈয়দ আখতারুজ্জামান জেলা শিক্ষা অফিসার দিনাজপুরকে- জীবিত ব্যক্তিকে মৃত্যু দেখিয়ে শুন্য পদ দেখিয়ে পুনরায় অফিস সহায়ক পদ নিয়োগের জন্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর মহাপরিচালকের কাছে নিয়োগে জন্য আবেদন করেন। এরই প্রেক্ষিতে জেলা শিক্ষা অফিসার, দিনাজপুর আদেশ প্রদান করেন। অফিস সহায়ক পদ বহাল থাকা অবস্থায় প্রধান শিক্ষক সৈয়দ আখতারুজ্জামান মোটা অংকের উৎকোচ গ্রহন করে অবৈধ ভাবে আওয়ামীলীগ সরকারের আমলে ৩ কর্মচারী নিয়োগ প্রদান করে হাতিয়ে নিয়েছে প্রায় ৩০ লক্ষ টাকা। আওয়ামীলীগ সরকারের অত্র বিদ্যলয় সভাপতি ও নেতাদের সাথে হাত মিলিয়ে টাকার বিনেময় আওয়ামীলীগ পন্থিদের অবৈধ ভাবে কর্মচারী নিয়োগ দিয়েছেন বলে গোপন সূত্রে জানা গেছে। সৈয়দ আখতারুজ্জামান ওই স্কুলে ১৩/০২/২০০৫ সালে সহকারী শিক্ষক (কৃষি) যোগদান করেন। ক্ষমতার দাপট দেখিয়ে ২০০১ সালে প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ নেয়। তিনি একজন আওয়ামীলীগ কর্মী হওয়ায় বিভিন্ন অপকর্মে নিয়োজিত ছিলেন। তার দদাপটে বিদ্যালয়ে বিদ্যলয়ের শিক্ষক/কর্মচারী অন্যযের প্রতিবাদ করতে পরতেন না। এলাকার সুশীল সমাজ অবৈধ প্রধান শিক্ষকের বিরুদ্ধে আশু ব্যবস্থা গ্রহন করাজন্য উদ্ধর্তন কর্তৃপক্ষের সু-দৃষ্টি কমনা করেছেন।