ঘোড়াঘাটে ১১ খাদ্যবান্ধব ডিলার নির্বাচিত
আজহারুল ইসলাম সাথী ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ৪টি ইউনিয়নের ১১ টি পয়েন্টে খাদ্য বান্ধব ডিলার নির্বাচিত করা হয়েছে। মঙ্গলবার (৭ জানুয়ারী) বিকেলে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কমিটির সদস্যদের উপস্থিতিতে লটারির মাধ্যমে ১১ টি পয়েন্টে খাদ্য বান্ধব ডিলার নির্বাচিত করা হয়। এর আগে ৪টি ইউনিয়নে ১১ টি পয়েন্টে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের পর ৪০ জন প্রার্থী ডিলারের জন্য আবেদন করেন। এর মধ্যে লটারির মাধ্যমে ১১ জন নির্বাচিত হন। নির্বাচিত ডিলারগন হলেন,উপজেলার ১নং বুলাকিপুর ইউনিয়নের বলগাড়ী বাজারে মোঃ শাহাদুল ইসলাম,বরাতিপুর মডেল মোড়ে আবুল কালাম,হরিপাড়া বাজারে মোঃ আসলামুল হক, ২নং পালশা ইউনিয়নের বলাহার বাজারে মোঃ মশিউর রহমান,গোপালপুর বাজারে আতাউর রহমান,ডুগডুগি বাজারে মোঃ মফিদুল ইসলাম, ৩নং সিংড়া ইউনিয়নের রাণীগঞ্জ বাজারের মোঃ মাহাফুজার রহমান, রাণীগঞ্জ কশিগাড়ীতে আব্দুল হক প্রধান,চাঁদপাড়া বাজারে পল্লব মন্ডল, ৪নং ঘোড়াঘাট ইউনিয়নের পাঠশাও সুরা মসজিদ বাজারে আব্দুল কুদ্দুস,ঘুঘুড়া মোড়ে রেজওয়ান আলী, লটারির মাধ্যমে খাদ্য বান্ধব ডিলার নির্বাচিত হয়েছেন। লটারি অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ রফিকুল ইসলাম, সহকারী কমিশনার (ভুমি) আব্দুল আল মামুন কাওছার শেখ, ঘোড়াঘাট থানার ওসি মোঃ নাজমুল হক, উপজেলা কৃষি অফিসার মোঃ রফিকুজ্জামান চলতি দায়িত্বে থাকা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ফিরোজ আহম্মেদ মোস্তফা, ৩নং সিংড়া ইউপির চেয়ারম্যান সাজ্জাত হোসেন সহ অনেকে উপস্থিত ছিলেন।