মঙ্গলবার, ৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বিরলে ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকীর র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

বিরলে ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকীর র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১০ Views

আতিউর রহমান, বিরল (দিনাজপুর)॥ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের গৌরব, ঐতিহ্য আত্মত্যাগ ও অগ্রযাত্রার ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বিরলে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহষ্পতিবার বিকালে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বিরল উপজেলা ও পৌর ছাত্রদলের আয়োজনে শহীদ মিনার চত্ত্বর হতে র‌্যালি শুরু করে পৌরশহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে। পরে শহীদ মিনার চত্ত্বরে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২০২৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনে বিএনপির চুড়ান্ত মনোনীত প্রার্থী ও জেলা বিএনপি’র নির্বাহী সদস্য আলহাজ¦ সাদিক রিয়াজ চৌধুরী পিনাক।
বিরল পৌর ছাত্রদলের আহ্বায়ক মাইদুল ইসলাম মাহিদ এর সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সভাপতি বাবুল হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, সিনিয়র সহসভাপতি এ্যাডভোকেট আব্দুল বাকী, সহসভাপতি রেজাউল ইসলাম বাদশা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আকতারুজ্জামান বাদল, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিলন, হায়দার আলী, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রশীদ, কোষাধ্যক্ষ শহিদুল ইসলাম রেন্টু, প্রচার ও প্রকাশনা সম্পাদক আক্কাশ আলী প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মনির হোসেন, যুগ্ম আহ্বায়ক নুর ইসলাম জীবন ও যুগ্ম আহ্বায়ক মোকলেসুর রহমান মকি। আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রোস্তম আলী, জাহিদ হাসান বুলেট, স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক আবু সাঈদ আলী মন্ডল, সদস্য সচিব মুবাশে^রুল ইসলাম মুবাশে^রসহ উপজেলা ছাত্রদল, পৌর ছাত্রদল ও ইউনিয়ন ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে কেক কাটা হয়।

Share This

COMMENTS