পার্বতীপুরে ভ্যানচালকদের মাঝে উপজেলা প্রশাসনের কম্বল বিতরণ
সোহেল সানী, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে দিনাজপুরের পার্বতীপুর উপজেলা প্রশাসন। উপজেলার শতাধিক ভ্যানচালক ও অসহায় হতদরিদ্রদের মাঝে পার্বতীপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কম্বল দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার বেলা ২টা উপজেলা পরিষদ চত্তরে পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা খাতুন এর উদ্যোগে এসব কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণ কালে এসময় উপস্থিত ছিলেন- পার্বতীপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: ছানাউল্লাহ ও অফিস সহকারি মো: রাসেল মন্টু। এসময় ভ্যানচালকরা কম্বল পেয়ে তাদের অভিব্যক্তি ব্যক্ত করে বলেন, এই প্রথম আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কম্বল পেয়েছি। এর জন্য প্রশাসনের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন। এই শীতে ও ঠাÐায় কম্বল আমাদের খুব উপকার করল। ভ্যান চালাতে গিয়ে ঠান্ডা লাগতো, এখন কম্বল গায়ে দিয়ে আরামে ভ্যান চালাতে পারবো।
পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাতেমা খাতুন বলেন, উপজেলায় অসহায় শীতার্ত মানুষের মাঝে প্রশাসনের পক্ষ থেকে ১০টি ইউনিয়ন এক পৌরসভা মিলে সাড়ে তিন হাজার কম্বল অসহায় ও হতদরিদ্র মাঝে শীত নিবারণে কম্বল পৌঁছে দেয়া হয়েছে। আজকে (মঙ্গলবার) শতাধিক ভ্যান চালকদের মাঝে কম্বল দেওয়া হয়।