বৃহস্পতিবার, ৯ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

পার্বতীপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা

পার্বতীপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা

৫৬ Views

সোহেল সানী, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: পার্বতীপুর উপজেলার চন্ডীপুর ইউনিয়নে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেলে বড়হরিপুর শালের ডাঙ্গা মাঠে বড়হরিপুর শালের ডাঙ্গা খেলোয়াড় একাদশের আয়োজনে এই খেলা অনুষ্ঠিত হয়। খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক পৌর মেয়র ও উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এ.জেড.এম মেনহাজুল হক।
সভাপতিত্ব করেন চন্ডীপুর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি আফছার আলী। বিশেষ অতিথি হিসেবে ছিলেন, পার্বতীপুর আদর্শ কলেজের অধ্যক্ষ ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো: মোখলেছুর রহমান, সাবেক পৌর প্যানেল মেয়র ও পৌর বিএনপির যুগ্ম-আহবায়ক মো: মানজুর রশিদ, জেলা যুবদলের সদস্য, উপজেলা যুবদলের সদস্য সচিব মাহাবুর রশিদ সংগ্রাম, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মো: মমিনুল ইসলাম (ডাক্তার), বিভাগীয় ট্যাংকলড়ী শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি ও পৌর বিএনপির সহ- সাংগঠনিক সম্পাদক মোঃ আবু এহিয়া, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মো. জোবায়ের হোসেন বাবু, বিশিষ্ট ঠিকাদার ও যুবনেতা মো: শাকিব হোসেন ডলার, চন্ডিপুর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক একরামুল হক মন্ডল ও মেসার্স খুশি ব্রিক্স এর সত্ত¡াধিকারী খাদেমুল ইসলাম বাহার প্রমুখ। ৮ দলের এই ফাইনাল খেলায় নীলফামারী এডি এস কে বনাম বিরামপুর উদয়ন ক্লাব অংশগ্রহণ করে। খেলায় ৩-২ গোলের ব্যবধানে নীলফামারী এডি এস কে পরাজিত করে বিরামপুর উদয়ন ক্লাব বিজয়ী হয়।

Share This