বৃহস্পতিবার, ৯ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ঘোড়াঘাটে বড়দিন উপলক্ষে আর্থিক সহায়তা প্রদান করেন ডাঃ এ জেড এম জাহিদ হোসেন

ঘোড়াঘাটে বড়দিন উপলক্ষে আর্থিক সহায়তা প্রদান করেন ডাঃ এ জেড এম জাহিদ হোসেন

৫৬ Views

ঘোড়াঘাট (দিনাজপুর) থেকে আজহারুল ইসলাম সাথী : দিনাজপুরের ঘোড়াঘাটে খ্রিষ্টান ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষ্যে ৭৬ টি চার্চের সভাপতি সম্পাদকের হাতে নগদ আর্থিক সহায়তা তুলে দেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাঃ
এ জেড এম জাহিদ হোসেন। (২৪ ডিসেম্বর) মঙ্গলবার বেলা ১২ টার দিকে ঘোড়াঘাট উপজেলার অডিটোরিয়াম হল রুম শুভ বড়দিন উপলক্ষে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশে ঘোড়াঘাট উপজেলা ও পৌরসভার খৃষ্টধর্মাবলম্বীদের সহিত শুভেচ্ছা, মতবিনিময় ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা বিএনপির সভাপতি শাহ্ মোঃ শামীম হোসেন চৌধুরীর সভাপতিত্বে ও পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলনের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ সভাপতি মোঃ আতিকুর রহমান রাজা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু সাইদ মিয়া, সিনিয়র সহ-সভাপতি মোঃ মাহবুবুর রহমান চৌধুরি, সাংগঠনিক সম্পাদক মাহফুজার রহমান লাভলু, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুক্তার হোসেন প্রমূখ। এ সময় ঘোড়াঘাট উপজেলা পৌর বিএনপির নেতৃবৃন্দ, যুবদল, কৃষকদল, সেচ্ছাসেবকদল, তাতীঁদল ও ছাত্রদল সহ অনেকে আমন্ত্রিত অতিথি হিসেবে আরও অনেকে উপস্থিত ছিলেন।

Share This