বৃহস্পতিবার, ১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

গোবিন্দগঞ্জে সকল ধর্মের মানুষের এক সম্প্রীতি সমাবেশ ও র‌্যালি অনুষ্ঠিত

গোবিন্দগঞ্জে সকল ধর্মের মানুষের এক সম্প্রীতি সমাবেশ ও র‌্যালি অনুষ্ঠিত

Views

গাইবান্ধা প্রতিনিধি: সম্প্রীতির ঐক্যতানে গাহি সাম্যের গান এই প্রতিপাদ্যে গাইবান্ধার গোবিন্দগঞ্জ সকল ধর্মের মানুষের এক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুরে গোবিন্দগঞ্জ থানা পুলিশ ও উপজেলা সকল ধর্মাবলম্বী মানুষের আয়োজনে ঢাকা-রংপুর মহাসড়কের থানা মোড়ে প্রায় ২ঘন্টাব্যাপি এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম, উপজেলা বিএনপি’র আহŸায়ক ফারুক আহমেদ, উপজেলা জামায়াতের সেক্রেটারী আবুল কালাম আজাদ, পৌর বিএনপি’র আহŸায়ক রবিউল কবির মনু, আদিবাসী নেত্রী এমেলি হেম্্রম, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রিমন তালুকদার, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রণ্ট গোবিন্দগঞ্জ শাখার আহŸায়ক দেবাশিষ চাকী কাজল, সাতারপাড়া গ্রামের হিন্দু ধর্মীয় নেতা অমল কুমার, গোবিন্দগঞ্জ নাটমন্দির কমিটির নেতা গোবিন্দ সাহা, সাংস্কৃতিক কর্মী তনু রায়, প্রমুখ। বক্তরা বলেন বাংলায় সকল ধর্মের মানুষের সহবস্থান শত শত বছরের ঐতিহ্য বহন করে চলেছে। কেউ এই সম্প্রীতি নষ্ট করলে দেশের মানুষ তা মেনে নেবে না। সমাবেশে উপজেলার বিভিন্ন ইউনিয়নের মুসলিম, হিন্দু, খ্রিষ্টান সম্প্রদায়ের মানুষ ছাড়াও সাহিত্য সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।শেষে একটি সম্প্রীতি র‌্যালী বের করে শহরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করা হয়।

Share This

COMMENTS