শনিবার- ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ -২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ English Version

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে পার্বতীপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে পার্বতীপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

সোহেল সানী, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি : মাননীয় প্রধানমন্ত্রী সফল রাষ্ট্রনায়ক জননেত্রী দেশরতœ শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ আওয়ামীলী উপজেলা শাখা পার্বতীপুর। আজ শনিবার সন্ধ্যে সাড়ে ৭টার দিকে পার্বতীপুর উপজেলা দলীয় কার্যালয় থেকে এক বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় র্কাযালয়ে এসে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন- পার্বতীপুর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক (ভারঃ) আমজাদ হোসেন, পৌর আওয়ামীলীগের সভাপতি মোশাররফ হোসেন সমাজ ও যুবনেতা রুহুল আমিন। এছাড়াও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আমিরুল মোমিনীন, সহ-দপ্তর সম্পাদক মমিনুল ইসলাম মাষ্টার, মহিলা ডিগ্রী কলেজ অধ্যক্ষ দীপেশ রায়, অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক, উপজেলা যুবলীগের সভাপতি শাহরিয়ার ইফতোখার আলম বিপ্লব ও সাধারন সম্পাদক আবুল কালাম আজাদসহ দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন।

উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আমজাদ হোসেন বলেন, স্বাধীনতাবিরোধী শক্তি আবারও উন্নয়ন থামিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যখন সব বাঁধা উপেক্ষা করে দেশের উন্নয়ন করছেন। ঠিক তখনই গুজব ছড়িয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন তারা। আওয়ামী লীগ তাদের এ অপচেষ্টা সফল হতে দেবে না কখনো।

বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS