শনিবার- ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ -২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ English Version

আচরনবিধি লঙ্ঘন করায় বাঁশখালীতে ৩ প্রার্থীকে ৩০ হাজার টাকা জরিমানা।

আচরনবিধি লঙ্ঘন করায় বাঁশখালীতে ৩ প্রার্থীকে ৩০ হাজার টাকা জরিমানা।

এনামুল হক রাশেদী, বাঁশখালী(চট্টগ্রাম) প্রতিনিধিঃ  নির্বাচনী প্রচারনায় আচরনবিধি লঙ্ঘন করায় চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলায় ২ ইউনিয়নে ৩ প্রার্থীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। উপজেলার শীলকূপ ও গন্ডামারা ইউনিয়নে নির্বাচনীয় আচরণ বিধি নিশ্চিতকল্পে রাত ৮ টা থেকে ৯টা পর্যন্ত মোবাইল কোর্ট পরিচালিত হয়।
১ জুন’২২ ইং বুধবার রাতে পরিচালিত মোবাইল কোর্টে নেতৃত্ব দেন বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান। বাঁশখালী উপজেলার গন্ডামারা ও শিলকূপ ইউনিয়নে নির্বাচনী আচরণ বিধিমালা নিশ্চিতকরণে এ অভিযান পরিচালিত হয়। নির্বাচনী আচরন বিধিমালার নির্ধারিত সময়ের (রাত ৮ টা) পর গন্ডামারা ইউনিয়নে ১,২,৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনের হেলিকপ্টার প্রতীকের মেম্বার পদপ্রার্থী মাইক ব্যবহার করায় ১০ হাজার টাকা এবং পৃথক এক অভিযানে শিল্কুপ ইউনিয়নের ২ জন ইউপি সদস্য প্রার্থীকে দেয়ালে পোস্টার লাগানো, আলোক সজ্বা ও তোরন নির্মানের অপরাধে ১০ হাজার করে ২০ হাজার টাকা, সর্বমোট ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। উল্লেখ্যঃ দেয়ালে প্রার্থীদের পোস্টার লাগানো, রাত ৮ টার পর মাইকিংসহ নির্বাচনী প্রচারনা, তোরণ নির্মাণ ও আলোকসজ্জা নির্বাচনী আচরনবিধি বহির্ভূত অপরাধ।
অভিযান পরিচালনাকালে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সাথে বাঁশখালী থানা পুলিশের একটি বিশেষ টিম উপস্থিত ছিলেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান জানান, নির্ধারিত সময়ের (রাত ৮ টার) পর মাইক ব্যবহার করা, দেয়ালে পোস্টার লাগানো, তোরণ নির্মাণ ও আলোকসজ্জা করায় শীলকূপ ইউনিয়নে দুইজন ও গন্ডামারা ইউনিয়নে একজন মেম্বার প্রার্থীর প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ত্রিশ হাজার টাকা জরিমানা করা হয় এবং একজন মেম্বার প্রার্থীর মাইক জব্দ করা হয়। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিতকল্পে উপজেলা প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
৬০ বার ভিউ হয়েছে
0Shares