শনিবার, ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

টেকনাফে যুবককে অপহরণের পর ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি

টেকনাফে যুবককে অপহরণের পর ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি

২০ Views
কায়সার হামিদ মানিক,কক্সবাজার। কক্সবাজারের টেকনাফে বেলা উদ্দিন (৩২) নামের এক যুবককে অপহরণ করে পাহাড়ে নিয়ে গেছে সন্ত্রাসীরা। এখন অপহৃতের পরিবারে ফোন করে মুক্তিপণ বাবদ ৫০ লাখ টাকা দাবি করা হচ্ছে। বিষয়টি প্রশাসনকে অবহিত করলে বেলালকে হত্যার হুমকিও দিচ্ছে সন্ত্রাসীরা।
শনিবার দিবাগত রাত ৩ টার দিকে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের শিলখালী নিজ বাড়ি থেকে অপহরণ করা হয়ে এই যুবককে। বেলালের চাচাতো ভাই অ্যাডভোকেট ফরিদ হোসেন এসব সত্য নিশ্চিত করেছেন। অপহৃত বেলাল উদ্দিন (৩২) ওই এলাকার আলী আহমদের ছেলে।
অ্যাডভোকেট ফরিদ হোসেন  জানিয়েছেন, বেলাল কক্সবাজার শহরের আদালত প্রাঙ্গণে ফটোকপির দোকান করে সংসার চালিয়ে আসছিল। প্রতি সপ্তাহে ছুটির দিনে নিজ গ্রামে বাড়িতে জমি জমা দেখতে গিয়েছিল।
শনিবার দিবাগত রাত তিনটার দিকে পাহাড়ি সন্ত্রাসীরা অস্ত্রের মুখে জিম্মি করে তাকে পাহাড়ের দিকে নিয়ে যায়। রবিবার বিকেলের দিকে পরিবারের কাছে ফোন করে প্রথমে ৭০ লাখ টাকা পরে ৫০ লাখ টাকার মুক্তিপণ দাবি করেন।
স্থানীয় প্রশাসন ও কাউকে এ বিষয়ে অবহিত করলে বেলালকে হত্যা করে লাশ গুম করার হুমকিও দেওয়া হচ্ছে। তিনি বলেন, ফটোকপির দোকান করে সংসার চালানো বেলালের পরিবারের পক্ষে এতো টাকার মুক্তিপণ দেওয়া সম্ভব নয়।
বাহারছড়া ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য হাফেজ আহমেদ  বলেন, বেলালের বাবার মৃত্যুর পর থেকে তারা কক্সবাজার শহরে বসবাস করেছেন। শনিবার পৈত্রিক বাগানবাড়ি দেখতে এসেছিলেন। রাতে ঘুমাতে গেলে অস্ত্রধারী সন্ত্রাসীরা অস্ত্রের মুখে জিম্মি করে পাহাড়ের দিকে অপহরণ করে নিয়ে যায়। এরপর রবিবার বিকেলে মুক্তিপণ হিসেবে প্রথমে ৭০ লাখ পরে ৫০ লাখ টাকা দাবি করছে।
এব্যাপারে টেকনাফ থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন জানান, বিষয়টি ইতিমধ্যে পুলিশ অবহিত হয়েছে। এব্যাপারে পুলিশ অপহৃতকে উদ্ধারে অভিযান শুরু করেছে।
কক্সবাজার জেলা পুলিশ ও ভুক্তভোগীদের তথ্য বলছে, গত একবছরে টেকনাফের বিভিন্ন এলাকা থেকে ১৩২ জনের অপহরণের ঘটনা ঘটেছে। এর মধ্যে ৭৭জন স্থানীয় বাসিন্দা, ৫৪ জন রোহিঙ্গা নাগরিক। অপহরণের শিকার ব্যক্তিদের মধ্যে অন্তত ৬৭ জন মুক্তিপণ দিয়ে ছাড়া পেয়েছেন বলে ভুক্তভোগীদের পরিবার সূত্রে জানা গেছে।
Share This

COMMENTS