শনিবার- ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ -২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ English Version

নাটোরের গুরুদাসপুরে ভ্যান চালককে শ্বাসরোধ করে হত্যা

নাটোরের গুরুদাসপুরে ভ্যান চালককে শ্বাসরোধ করে হত্যা

ইসাহাক আলী, নাটোর, ২৫ মে- নাটোরের গুরুদাসপুরে আব্দুর রহিম নামে এক ভ্যানচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। আব্দুর রহিম নাজিরপুর নতুন পাড়া এলাকার সোনা মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গতরাতে বাড়ি ফেরার সময় পেরিয়ে গেলেও আব্দুর রহিম বাড়ি ফিরছিল না। তাই পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি শুরু করে। এরই এক পর্যায়ে রাত্রি সাড়ে বারোটার দিকে পাশের আবেদ হাজীর ভুট্টাক্ষেতে তার মরদেহ দেখতে পায় স্বজনরা। পরে পুলিশে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। মরদেহের গলায় দাগ রয়েছে তাই প্রাথমিক অবস্থায় শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।  বিষয়টি নিশ্চিত করেছেন গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল মতিন।

বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS