
নাটোরের লালপুর খেকে সংঘবদ্ধ “ইমো” হ্যাকিং চক্রের ০৫ জন প্রতারক গ্রেফতার করেছে র্যাব

ইসাহাক আলী, নাটোর, ২১ মে- নাটোরের লালপুরে অভিযান চালিয়ে ইমো হ্যাকিং চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। গত রাতে লালপুরের রামকৃষ্ণপুর চিনিরবটতলা এলাকা থেকে র্যাব নাটোর ক্যাম্পের সদস্যরা তাদের আটক করে।
তারা দীর্ঘদিন থেকে ইমো হ্যাক করে মানুষের কাছ থেকে টাকা আত্মসাত করে আসছিল বলে জানান র্যাব নাটোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার ফরহাদ হোসেন। তারা মানুষকে জিম্মি তরে ইমো হ্যাক করে প্রতারণার ফাদ তৈরি করে ইমো সেক্সসহ নানা অপকর্ম করে তা রেকর্ড করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার হুমকি দিয়ে বিকাশে টাকা গ্রহণ করতো।
পরে আটককৃতদের লালপুর থানায় মামলা শেষে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।
৯ বার ভিউ হয়েছে