রবিবার, ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সেনবাগে নৌকা নিয়ে ভ্রমণ করতে গিয়ে বন্যার পানিতে ডুবে কলেজ ছাত্রের মৃত্যু \আহত- দুইজন

সেনবাগে নৌকা নিয়ে ভ্রমণ করতে গিয়ে বন্যার পানিতে ডুবে কলেজ ছাত্রের মৃত্যু \আহত- দুইজন

১৬৪ Views

মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী ,নোয়াখালী প্রতিনিধি :; নোয়াখালীর সেনবাগের কাবিলপুর ইউনিয়নের উত্তর শাহাপুর গ্রামের নানার বাড়িতে বেড়াতে এসে শনিবার বিকালে নৌকা নিয়ে ভ্রমণ করতে গিয়ে পানিতে ডুবে মোঃ রাজন (১৮) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। রাজন উপজেলার কাবিলপুর গ্রামের মৌলভী বাড়ির মোঃ হাবিব উল্যার পুত্র । রাজনের পিতা মাতা চাকুরীর সুবাদে ও বি-বাড়িয়া জেলার আখাউয়া বসবাত করে। রাজন আখাউড়া কলেজের একাদশ শ্রেণীর দ্বিতীয় বর্ষের ছাত্র। এ ঘটনায় রাজনের মামাতো বোন কানকিরহাট কলেজের একাদশ শ্রেনী দ্বিতীয় বর্ষের ছাত্রী লাবিবা (১৮) এবং মামাতো ভাই ও স্থানীয় উত্তর শাহাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেনীর ছাত্র রিয়াদ (১১) আহত হয়।
খবর পেয়ে সেনবাগ ফায়ার সার্ভিসের লোকজন দ্রæত ঘটনাস্থলে পৌঁছে নৌকা ডুবিতে আহত রাজন ও লাবিবাকে উদ্ধার করে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক রাজনকে মৃত ঘোষনা করেন। লাবিবাকে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে অবস্থা গুরুতর হওয়ায় তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করে।
ঘটনার বর্ণনা দিয়ে এব্যাপারে উত্তর শাহাপুর ওয়ার্ডের সাবেক ইউপি মেম্বার মোঃ মোশারফ হোসেন মিন্টু শনিবার রাত সাড়ে ৯টার দিকে বলেন, রাজন তার নানার বাড়ি উত্তর শাহাপুর গ্রামের সৈয়দ বাড়িতে বেড়াতে এসে আজ শনিবার বিকেল ৫টার দিকে একটি নৌকা নিয়ে মামাতো ভাই রিয়াদ ও মামাতো বোন লাবিবাকে সঙ্গে নিয়ে ভ্রমণ করতে গিয়ে পানিতে নৌকাটি উল্টে যায়। এতে এ হতাহতের ঘটনা ঘটে।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাজিম উদ্দিন রাতে বলেন, নৌকা ডুবিতে রাজন নামের এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে এবং দুইজন আহত হয়েছে। শুনেছি তাদের মধ্যে মৃত রাজন নামের ছেলেটি সাতাঁর জানতো না।

Share This