সোমবার- ১লা জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ -১৭ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
মোহনপুরে শিক্ষক প্রশিক্ষণের টাকা অবরুদ্ধের মুখে ফেরত দিলেন শিক্ষা কর্মকর্তা 

মোহনপুরে শিক্ষক প্রশিক্ষণের টাকা অবরুদ্ধের মুখে ফেরত দিলেন শিক্ষা কর্মকর্তা 

মোহনপুর প্রতিনিধিঃ রাজশাহী মোহনপুর উপজেলায় মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে জাতীয়  নতুন পাঠ্য শিক্ষাক্রম বিস্তরণ ২০২২ গত ৬, ৭, ১৩, ১৪, ১৫ ই জানুয়ারি ৫ দিন ব্যাপি মোহনপুর সরকারী উচ্চ বিদ্যালয়ে এই প্রশিক্ষণ শুরু হয়।প্রতিবেদককে শিক্ষকরা জানান প্রশিক্ষণের ১ম দুই দিন নিম্ন মানের নাস্তা দেওয়ায়, নাস্তা বাবদ প্রশিক্ষণার্থীদের শেষের দিনে নগদ টাকা দেওয়ার সিদ্ধান্ত গ্রহন করেন কর্তৃপক্ষ। আজ রবিবার প্রশিক্ষণ শেষ দিনে বিকালে প্রশিক্ষণার্থীদের নাস্তা বাবদ (দিন প্রতি)৮০ টাকা বরাদ্দ থাকলেও যাহা (জন প্রতি) তিন দিনে শিক্ষক প্রতি ২৪০ টাকা করে পাওয়ার কথা, সেখানে মোট ৭০ (জনপ্রতি) টাকা দিলে ভেন্যুর সকল শিক্ষকেরা ক্ষীপ্ত হয়ে ওঠেন।এবং শিক্ষা কর্মকর্তা মুকতাদির আহম্মেদ কে অবরুদ্ধ করেন।

শিক্ষকেরা পুরো টাকা না পাওয়া পর্যন্ত প্রশিক্ষণ ভেন্যুতে অবস্হান করেন।পরে তোপের মুখে (জন প্রতি) আরো ৭০ টাকা ফেরত দেন। এই বিষয়ে একাধিক শিক্ষক প্রতিবেদককে বলেন, শিক্ষকেরা হচ্ছে জাতীর মেরুদন্ড,এই টাকা আর্তসাদ করা কোনো ভাবে কাম্য নয়। এই বিষয়ে উপজেলা মাধ্যমিক কর্মকর্তা মুকতাদির আহম্মদের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি পুরো টাকা দিয়ে দিয়েছি কিছু জানার থাকলে অফিস সহকারী সাথে যোগাযোগ করে জেনে নেন।
১২৬ বার ভিউ হয়েছে
0Shares