শুক্রবার- ১৪ই জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
সেনবাগে বসতঘর অগ্নিকান্ড দগ্ধ শিশু শাহাদাত হাসপাতালে মারাগেছ

সেনবাগে বসতঘর অগ্নিকান্ড দগ্ধ শিশু শাহাদাত হাসপাতালে মারাগেছ

মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী ,নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীল সেনবাগে বসতঘর ঘর অগ্নিকান্ডের ঘটনায় দগ্ধ আহত শিশু শাহাদাত হোসেন (১০) সোমবার সকালে ঢাকার শেখ হাসিনা বার্ন এন্ড প্লাষ্টিক ইউনিট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। শাহাদাত সেনবাগ উপজেলার ৭নং মোহাম্মদপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড উত্তর রাজারামপুর গ্রামের জাকের হোসেনের ছেলে। গত সোমবার (২জানুয়ারি) ভোরে সেনবাগ উপজেলার মোহাম্মদপুর ইউপির উত্তর রাজারামপুর জাইল্লা বাড়িতে ওই অগ্নিকন্ডের ঘটনায় ঘরে গুমিয়ে থাকা শিশু শাহাদাত পুড়ে মারাত্বক দগ্ধ হয়ে আহত হয়। পরে তাকে ঢাকার শেখ হাসিনা বার্ন এন্ড প্লাষ্টিক ইউনিট হাসপাতালে ভর্তি করা হলে দীর্ঘ ৮দিন চিকিৎসাধীন থাকা অবস্থায় সোমবার সকালে মারা গেছে।

জানাগেছে, ২জানুয়ারি মোহাম্মদপুর ইউপির উত্তর রাজারামপুর গ্রামের আবদুল ওহাব মাষ্টারের পুরাতন বাড়ি (জাইল্লা বাড়িতে) রহস্যজনক এক অগ্নিকন্ডের ঘটনায় বাড়ির কেয়ারটেকার ফল ব্যবসায়ী আজাদের ঘরটি পুড়ে সম্পূর্ন ছাঁই হয়ে যায়। এসময় বাড়ির কেয়ারটেকার আজাদ বাড়িতে না থাকার কারনে ঘরে ঘুমিয়ে থাকা নাতী শিশু শাহাদাত দগ্ধ হয়ে মারাত্বক আহত হয়। পরে তাকে ঢাকার শেখ হাসিনা বার্ন এন্ড প্লাষ্টিক ইউনিট হাসপাতালে ভর্তি করা হলে আজ সোমবার ৯ জানুয়ারি চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদপুর ইউনিয়নের চেয়ারম্যান ফিরোজ আলম রিগান ও নিহত শাহাদাতের মামা নুর হোসাইন।

৭৮ বার ভিউ হয়েছে
0Shares