শনিবার, ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

পূর্ব বিরোধের জেরে : সাঁথিয়ায় ভাগ্নে কর্তৃক মামাকে পিটিয়ে হত্যার অভিযোগ

পূর্ব বিরোধের জেরে : সাঁথিয়ায় ভাগ্নে কর্তৃক মামাকে পিটিয়ে হত্যার অভিযোগ

২৪ Views

সাঁথিয়া(পাবনা)প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়ায় পূর্ব বিরোধের জেরে ভাগ্নে কর্তৃক মামা আব্দুর রাজ্জাক সরদার(৬০)নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২০আগষ্ট) দুপুরে সাঁথিয়া উপজেলার করমজা চতুর হাটে এ ঘটনা ঘটে।

নিহতের স্বজনদের অভিযোগে জানা গেছে,উপজেলার নাগডেমরা ইউনিয়নের সোনাতলা পশ্চিমপাড়া গ্রামের মৃত রমজান সরদারের ছেলে গরু ব্যবসায়ী আব্দুর রাজ্জাক সরদার(৬০)মঙ্গলবার দুপুরে উপজেলার করমজা চতুর হাটে গরু কিনতে যান। পূর্ব বিরোধের জেরে সেখানে তার আপন ভাগ্নে একই গ্রামের মৃত আরশেদ প্রামানিকের ছেলে শহিদুল ইসলাম(৪০)তার মামা আব্দুর রাজ্জাকের ওপড় চড়াও হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে তাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। তবে ঘটনাস্থলে থাকা নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, শহিদুল ইসলাম তার মামা আব্দুর রাজ্জাককে মারার উদ্দেশ্যে ধাওয়া করলে সে দৌড়ে পালাতে গিয়ে অসুস্থ্য হয়ে পড়ে। তাকে মুমুর্ষ অবস্থায় বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। মৃত্যুর রহস্য নিয়ে এলাকায় চলছে নানামুখী গুঞ্জন।

নিহত আব্দুর রাজ্জাকের মেয়ে হাসি খাতুন বলেন,আমার বাবাকে পিটিয়ে হত্যা করা হয়েছে।আমরা এই হত্যাকান্ডের বিচার চাই।

বেড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ফাতেমা তুজ্জান্নাত বলেন, আব্দুর রাজ্জাককে মৃত্যু অবস্থায় স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। ময়না তদন্ত করলে মৃত্যুর রহস্য জানা যাবে।

এ ব্যাপারে সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ(ওসি) আনোয়ার হোসেন জানান,পরিবারের দাবী তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে।মৃত্যু সঠিক কারণ নির্ণয়ের জন্য মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

Share This

COMMENTS