
লালপুরে আইএফআইসি ব্যাংকের উপ শাখা উদ্বোধন

লালপুর(নাটোর)প্রতিনিধি: নাটোরের লালপুরে ইন্টার্নেশনাল ফিনান্স ইনভেসমেন্ট অ্যান্ড কমার্স ব্যাংক (আইএফআইসি) পাবনা শাখা অধীনে লালপুর উপ শাখার উদ্বোধন হয়েছে।
২৭ এপ্রিল বুধবার দুপুরে নাটোরের লালপুরে দেওয়ান মার্কেটের দ্বিতীয় তলায় ব্যাংকটির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
আইএফআইসি ব্যাংকের পাবনা শাখা অপারেশন ম্যানেজার রাকিবুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লালপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও লালপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসহাক আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, লালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও লালপুর বাজার বণিক সমিতির সভাপতি আবু বক্কর সিদ্দিক পলাশ, লালপুর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মাজদার হোসেন। এছাড়াও লালপুর বাজারের বিভিন্ন ব্যবসায়ী, সচেতন মহল ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
৬ বার ভিউ হয়েছে