শনিবার, ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সিরাজগঞ্জে ফেনসিডিলসহ ৩ মাদক কারবারী গ্রেফতার 

সিরাজগঞ্জে ফেনসিডিলসহ ৩ মাদক কারবারী গ্রেফতার 

২৯ Views
সিরাজগঞ্জ প্রতিনিধি ; সিরাজগঞ্জের ২৮১ বোতল ফেনসিডিল সহ ৩ মাদক কারবারীকে গ্রেফতার করেছে  র‌্যাব ১২ সদস্যরা । এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক জব্দ  করা হয়। বুধবার(১৪আগষ্ট ) দুপুরে গনমাধ্যমে পাঠনো এক প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাব ১২’র অপস অফিসার ‘সহকারী পুলিশ সুপার’মো.ওসমান গনি এতথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান,
গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব ১২’র অধিনায়ক মারুফ হোসেন এর দিক নির্দেশনায়  ১৩ আগষ্ট সন্ধ্যা ৬.৩০ ঘটিকায় র‌্যাব-১২’র সিরাজগঞ্জের একটি আভিযানিক দল“সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুলের বাগীচাপাড়া গ্রামের ঢাকা-রংপুর মহাসড়কের উপর”একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ২৮১ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এসময় মাদকদ্রব্য বহনের কাজে ব্যবহৃত ভুট্টা বোঝাই ১টি ট্রাক,৪টি মোবাইল ফোন ও নগদ ৩হাজার ৬০০ টাকা জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামিরা  হলেন, লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানার উত্তর বত্রিশ হাজারী গ্রামের কসর আলীর ছেলে মফিজুল ইসলাম (৩০),মৃত-জহির আলীর ছেলে
মোঃ রবিউল ইসলাম (২৪) ও সুতিধার গ্রামের-মৃত-আমিনুল ইসলামের ছেলে সুমন মিয়া (২৯)।
গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় তারা দীর্ঘ দিন যাবৎ লোকচক্ষুর আড়ালে সিরাজগঞ্জ সহ দেশের বিভিন্ন জেলায় তাদের ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে অভিনব কায়দায় ট্রাকের মধ্যে ভুট্টা ভর্তি বস্তার ভিতরে মাদকদ্রব্য ফেন্সিডিল ক্রয়-বিক্রয়ের জন্য বহন করে আসছিল। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সিরাজগঞ্জের সলঙ্গা থানায় মাদকদ্রব্য আইনে  মামলা দিয়ে উদ্ধারকৃত আলামতসহ তাদের  হস্তান্তর করা হয়।#
Share This

COMMENTS