বৃহস্পতিবার, ২২শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ, English Version

মান্দায় বজ্রপাতে প্রাণ গেলো কৃষকের

মান্দায় বজ্রপাতে প্রাণ গেলো কৃষকের

মান্দা (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর মান্দায় বজ্রপাতের ঘটনায় এক কৃষক নিহত ও আরেক কৃষক আহত হয়েছেন। রোববার বিকেলে মাঠে শুকানো ধান জড়াতে গিয়ে বজ্রপাতের শিকার হন তারা।
নিহত কৃষকের নাম জিল্লুর রহমান (৪০)। তিনি কুসুম্বা ইউনিয়নের কুসুম্বা দিয়াড়াপাড়া গ্রামের মৃত আয়েশ উদ্দিনের ছেলে। বজ্রপাতে আহত শফিকুল ইসলাম একই পাড়ার বাসিন্দা। সম্পর্কে তারা একে অপরের খালাতো ভাই।
স্থানীয় বাসিন্দা আলতাফ হোসেন বলেন, বিকেলে আকাশে মেঘ দেখে কৃষক জিল্লুর রহমান লোকজন নিয়ে মাঠে শুকানো ধান জড়িয়ে রাখার জন্য যান। হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান তিনি। এ সময় পাশের জমিতে থাকা অপর কৃষক শফিকুল ইসলাম আহত হন। তাকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর রহমান বজ্রপাতে কৃষক নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

১১ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS