বৃহস্পতিবার, ২২শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ, English Version

আওয়ামীলীগ নিষিদ্ধের সিদ্ধান্তে নাটোরে জামায়াতের আনন্দ মিছিল 

আওয়ামীলীগ নিষিদ্ধের সিদ্ধান্তে নাটোরে জামায়াতের আনন্দ মিছিল 
নাটোর প্রতিনিধি ;  দেশে আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্তে নাটোরে আনন্দ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী।
সকালে শহরের মাদ্রাসা মোড় এলাকা থেকে একটি মিছিল শুরু হয়ে শহর প্রদক্ষিণ করে কানাইখালী এলাকায় গিয়ে সমাবেশে মিলিত হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা আমির ডক্টর মীর নুরুল ইসলাম, নায়েবে আমির অধ্যাপক ইউনুস আলী, সহকারি সেক্রেটারি আতিকুল ইসলাম রাসেল ও শহর সেক্রেটারি আলী আল মাসুদ মিলন।
এ সময় বক্তারা বলেন, শুধু আওয়ামী লীগকে নিষিদ্ধ করলেই হবে না সাথে সাথে সকল গণহত্যার জন্য অবিলম্বে তাদের বিচার করতে হবে।
৭৪ বার ভিউ হয়েছে
0Shares