শুক্রবার, ২৩শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ, English Version

পটুয়াখালীতে স্ত্রী কর্তৃক স্বামীর পুরুষঙ্গ কর্তন

পটুয়াখালীতে স্ত্রী কর্তৃক স্বামীর পুরুষঙ্গ কর্তন
পটুয়াখালী প্রতিনিধি।।  পটুয়াখালীর দশমিনায় পারিবারিক কলহের জেড়ে স্বামীর পুরুষঙ্গ কর্তন করেছে স্ত্রী। বৃহস্পতিবার বিকাল ৫ টার দিকে দশমিনা উপজেলা রনগোপালী ইউনিয়নের দক্ষিণ যৌতা হাওলাদার বাড়িতে এ ঘটনা ঘটে। আহত কাওসার হাওলাদার দক্ষিণ যৌতা হাওলাদার বাড়ির মো. কামাল হাওলাদারের মেঝ ছেলে।
জানা যায়, পারিবারিক কলহের জেড়ে বৃহস্পতিবার শেষ বিকালে রনগোপালী ইউনিয়নের দক্ষিণ যৌতা হাওলাদার বাড়িতে পারিবারিক কলহের জেড়ে দুপুরের খাবার শেষে কাওসার ঘুমিয়ে যায়। পরে ঘুমান্ত অবস্থায় স্ত্রী মোসা. ফারজানা বেগম তার স্বামী কাওসার হোসেনে পুরুষঙ্গ কর্তন করেন। পরে তার ডাকচিৎকারে এলাকার লোকজন ও বাড়ির লোকজন গুরুত্বর অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে ভর্তি দেন।
আহত কাওসারের বাবা মো. কামাল হোসেন বলেন, মোবাইলে পরিচয় হয়। তারা একে ুপরকে ভালোবাসে তবে এর আগে দুই যায়গায় বিয়ে হয়েছে এবং ওই মেয়ের দুইটি সন্তান আছে কিন্তু সব কিছু গোপন করে আমার ছেলেকে বিয়ে করেন আড়াই মাস আগে। কাওসার জানতে পারে ফারজানার দুই সন্তান ও এর আগে বিয়ে হয়েছে এই নিয়ে অশান্তি চলছে।
স্ত্রী মোসা. ফারজানা বেগম বলেন, আমি রং পুরের মেয়ে আমাকে আমার স্বামী সংসার ছাড়তে বাধ্য করে এবং আড়াই মাস পুর্বে বিয়ে করেন। এখন আমাকে নির্যাতন করে আসছে।
এবিষয়ে দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল আলীম জানান, খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
২৪ বার ভিউ হয়েছে
0Shares